NOW READING:
Aamir Khan: ‘শাহরুখ-সলমান আমার কেরিয়ার শেষ করার জন্যই নীতিশকে পাঠিয়েছিল…’, দাবি আমিরের!
March 26, 2025

Aamir Khan: ‘শাহরুখ-সলমান আমার কেরিয়ার শেষ করার জন্যই নীতিশকে পাঠিয়েছিল…’, দাবি আমিরের!

Aamir Khan: ‘শাহরুখ-সলমান আমার কেরিয়ার শেষ করার জন্যই নীতিশকে পাঠিয়েছিল…’, দাবি আমিরের!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন দশক ধরে বলিউডে রাজ করছেন তিন খান- শাহরুখ, আমির ও সলমান। তিনজনে জন্মেছেন একই বছরে, কেরিয়ারের শুরুও কাছাকাছি সময়ে। তাই কেরিয়ারের প্রথম দিন থেকেই তাঁর বন্ধু। তাঁদের বন্ধুত্বে মাঝে বিভাজনও এসেছে কিন্তু সময়ের সঙ্গে সেই ঘায়ে প্রলেপও পড়েছে। কিছুদিন আগেই আমিরের জন্মদিনে তাঁর বাড়িতে এক হয়েছিলেন তাঁরা। এবার সেই দুই প্রিয় বন্ধুকে বিশ্বাসঘাতক হিসাবে সন্দেহ করলেন আমির!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

ঘটনাটি ২০১৬ সালের। এই বছরেই মুক্তি পায় আমির খানের ছবি ‘দঙ্গল’। সমালোচক থেকে দর্শক, সকলেরই প্রশংসা পায় সেই ছবি। মহাবীর সিং ফোগট ও তাঁর মেয়েদের গল্প নিয়ে তৈরি এই ছবি। বক্স অফিসের নিরিখে ভারতীয় ছবির ইতিহাসে সেরা জায়গা করে নিয়েছে সেই ছবি। তবে সেই ছবির চিত্রনাট্য শুনে মনে সংশয় ছিল আমিরের। 

আরও পড়ুন- Disha Sailan Death Case: দিশা সালিয়ান কেসে নয়া মোড়, আদিত্য ঠাকরে-রিয়া চক্রবর্তী-সুরজ পাঞ্চোলির নামে FIR…

এক সাক্ষাত্‍কারে আমির জানান যে তিনি প্রথম থেকে সংশয়ে ছিলেন। যখন নীতিশ তিওয়ারি এই ছবির অফার নিয়ে আসেন, তখন তিনি সবেমাত্র ধুম থ্রিয়ের শ্যুট শেষ করেছেন। সেই সময় খানিকটা ওজন কমিয়েছিলেন আমির। এরপরেই এক বয়স্ক বাবার রোল আসাতে তিনি চমকে গিয়েছিলেন। তিনি বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম যে আমার কেরিয়ার শেষ করে দিতে শাহরুখ ও সলমান আমার কাছে নীতিশকে পাঠিয়েছে।’

আরও পড়ুন- Salman Khan: ‘রশ্মিকার বাবার সমস্যা নেই, আপনাদের কী? ওর মেয়ের সঙ্গেও অভিনয় করব…’

মজার ছলে আমির বলেন, ‘প্রথমে ওদের উপরেই সন্দেহ হয়েছিল। কারণ আমার মনে হয়েছিল, ধুমের পর বাবার রোল কেন আসবে? কিন্তু পরে সেই চিত্রনাট্য পড়ি ও আমার ভাল লাগে।’ আমির আরও বলেন, ‘যে চিত্রনাট্য পড়ে আমার মনে হয় যে এটা ভাল হবে। আমি সেই ছবিই করি’।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link