জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমিরের জীবনে নতুন বসন্ত। বৃহস্পতিবার আমির খানের (Aamir Khan) ৬০তম জন্মদিন। এদিনই তাঁর নতুন বান্ধবীর সঙ্গে মিডিয়ার পরিচয় করালেন মিস্টার পারফেকশনিস্ট। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর তিনি ফের প্রেমে পড়েছেন, এবার সেই গুঞ্জনকে সত্যি বলে স্বীকার করে নিলেন আমির। মেয়ের বিয়ের পরেই প্রকাশ্যে আনলেন সেই খবর। এখানেই শেষ নয়, জন্মদিনে তাঁর নতুন জীবনসঙ্গীর সঙ্গে পরিচয়ও করিয়ে দিলেন সুপারস্টার।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আমির খানের নতুন বান্ধবীর নাম আগেই জানা গিয়েছিল। তাঁর নাম গৌরী স্প্রাট (Gauri Spratt)। তিনি হাফ তামিল ও হাফ আইরিশ। তাঁর দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। আমির জানান যে তিনি ও গৌরী একে অপরকে চেনেন প্রায় ২৫ বছরেরও বেশি সময়। এদিন মুম্বইয়ে আমিরের জন্মদিনে তাঁর পাশে দেখা গেল গৌরীকে। কেক কাটার পরেই তিনি পরিচয় করালেন নতুন বান্ধবীর সঙ্গে। গৌরী বর্তমানে বেঙ্গালুরুতে কাজ করেন। আমিরের প্রযোজনা সংস্থাতেই কাজ করেন গৌরী।
আরও পড়ুন- Tv Actress Divorce: ‘গাড়িতে ট্র্যাকার বসিয়েছে বর, পরকীয়া সন্দেহে হেনস্থা!’, ৪ মাসেই বিয়ে ভাঙলেন ছোটপর্দার নায়িকা
আমির জানান, বর্তমানে তিনি আর গৌরী একই সঙ্গে থাকেন। গৌরীর একটি ছয় বছরের পুত্রও আছে। অভিনেতা জানান যে বেশ কিছুদিন আগেই গৌরীর সঙ্গে পরিবারের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। পরিবারের সকলেই নাকি অভিনেতার এই সিদ্ধান্তে খুশি, এমনই দাবি আমিরের।
নিজের ৬০ তম জন্মদিনেই আমির জানিয়েদিলেন যে তিনি কমিটেড ও নতুন সম্পর্কে বেশ খুশি। মজার ছলেই আমির বলেন যে গৌরী তাঁর সব ছবি দেখেননি। মাত্র কয়েকটিই আমিরের ছবি দেখেছেন তাঁর নয়া বান্ধবী, এর মধ্যে অন্যতম লগান ও দঙ্গল। আমিরের দাবি, এখনও বলিউডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি তিনি। পাশাপাশি গৌরীর দাবি, আমিরের সঙ্গে যে সুপারস্টার তকমা জোড়া হয়, তা একেবারেই আমিরের সঙ্গে মানায় না।
আরও পড়ুন- Madhuri Dixit: রোহিতের পর এবার চাঁদমারি মাধুরী! ধকধক গার্লকে বি গ্রেড অভিনেত্রী বলল কংগ্রেস!
বুধবার বাড়িতে তাঁর দুই কাছের বন্ধু সলমান ও শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির। একসঙ্গে তিন বন্ধু ডিনার করেন আমিরের বাড়িতে। সেই পার্টিতে গৌরীর সঙ্গে তাঁর সবচেয়ে পুরনো দুই বন্ধুর পরিচয় করিয়ে দেন আমির। ৬০-এ নতুন বসন্ত আমিরের জীবনে, তবে বিয়ে সংক্রান্ত কোনও ঘোষণা এখনও করেননি আমির।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours