NOW READING:
Aamir Khan: আমিরের ছবির ফেস্টিভ্যাল! জন্মদিনেই তাঁর অনুরাগীদের জন্য থাকছে বিশেষ চমক…
March 10, 2025

Aamir Khan: আমিরের ছবির ফেস্টিভ্যাল! জন্মদিনেই তাঁর অনুরাগীদের জন্য থাকছে বিশেষ চমক…

Aamir Khan: আমিরের ছবির ফেস্টিভ্যাল! জন্মদিনেই তাঁর অনুরাগীদের জন্য থাকছে বিশেষ চমক…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড সুপারস্টার আমির খান, জন্মদিন উপলক্ষ্যে তাঁর অনুরাগীদের জন্য আনতে চলেছে বিশেষ চমক। আগামী ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত তাঁর অভিনীত বিভিন্ন ধরণের ছবি দেখানো হবে বিভিন্ন প্রেক্ষাগৃহে। এই বিশেষ উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘আমির খান: সিনেমা কা জাদুগর’। রবিবার আনুষ্ঠানিকভাবে এমনই ঘোষণা করেছেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা হিট ছবি দেখানো হবে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

তাঁকে পুরো বলিপাড়া মিস্টার পারফেকশনিস্ট বলেই জানে। তাঁর সব ছবিই দর্শকদের মনে ঝড় তোলে। চাইলে দোলের ছুটিতে যে কোনও প্রেক্ষাগৃহে গিয়ে আমির জাদুতে মুগ্ধ হতে পারেন আপনিও। ৬০তম জন্মদিনকে ঘিরে দর্শকদের কাছে রয়েছে বিশেষ চমক। সিনেমা হলে মুক্তি পেতে চলেছে তাঁর কিছু ছবি। 

পিভিআরে আমির খান সম্পর্কে বলতে গিয়ে জাভেদ আখতার বলেন, ‘আমির আমার লেখা প্রথম ছবিতে কাজ করেছিলেন।’ ‘আমির খান: সিনেমা কা জাদুগার’! ট্রেলার এখনই মুক্তি পেল! 

আমিরের এই বিশেষদিনে ভারতের বৃহত্তম প্রিমিয়াম সংস্থা পিভিআর আইএনওএক্স, একটি বিশেষ চলচিত্র উৎসবের আয়োজন করেছে। রবিবার ঘোষণা হয়েছে বিশেষ উৎসবের কথা। এখানে দেখানো হবে অভিনেতার অত্যন্ত জনপ্রিয় কিছু সিনেমা। যা এককালে মুগ্ধ করেছিল তাঁর অনুরাগীদের। 

মুম্বাইতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে কিংবদন্তি চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার এবং পিভিআর প্রতিষ্ঠাতা অজয় ​​বিজলি আমির খানের সঙ্গে কথোপকথনের বিশেষ অংশ তুলে প্রচুর কথা বলেন। তাঁরা বলেন, ‘আমির খান: সিনেমা কা জাদুগার’ এর ট্রেলার আমিরের অনুরাগীদের মন ছুঁয়ে যাবে বলে আশা করছেন। 

আরও পড়ুন- Kareena Kapoor-Shahid Kapoor: বয়স হলে কেন যেন প্রেমে পাক ধরে! দেখা হতেই শাহিদের বাহুলগ্না করিনা…

আমির খান সম্পর্কে বলতে গিয়ে জাভেদ আখতার বলেন, ‘এখানে অনেক চরিত্র রয়েছে। আমি ভয় পাচ্ছি যে আমি হয়তো কয়েকটি নাম ভুলে যাব। আমির ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেছিলেন, আমি ১৯৬৫ সালে বলিউডে প্রথম কাজ শুরু করেছিলাম। আমির আমার লেখা প্রথম ছবিতে কাজ করেছিলেন। আমি নাসির হুসেনের জন্য পাঁচগনিতে ‘ফারিয়াজ’ ছবি লিখছিলাম। তিনি আমিরকে দেখেন এবং সঙ্গে সঙ্গেই নাসিরকে বলেন যে তিনি একজন তারকা এবং একটি রোমান্টিক ছবি দিয়ে তাঁর কেরিয়ার শুরু করা উচিত। আমিরের প্রযোজিত প্রথম ছবি জাভেদের লেখা। আমার ছেলের প্রথম ছবি ছিল আমিরের সঙ্গেই।’

আমির জাভেদ আখতারকে বললেন যে তিনি তাঁর কল পোস্টের জন্য অপেক্ষা করছেন, স্ক্রিপ্ট শোনার জন্য ফারহানকে না বলেন। জাভেদ যখন ফোন করেননি, তখন আমির বুঝতে পেরেছিলেন যে ফারহান নিশ্চয়ই তার সঙ্গে কথা বলেননি এবং তিনি আমিরের উপর প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করেন।

আরও পড়ুন- Tamannaah Bhatia-Vijay Varma Separation: ‘শুধুমাত্র এক তরফা প্রেম’, বিজয়ের সঙ্গে বিচ্ছেদের মাঝেই মুখ খুললেন তামান্না…

জাভেদ বলেন, এই চরিত্রটিতে একমাত্র আমিরই ফুটিয়ে তুলতে পারেন এমনই আমার বিশ্বাস ছিল প্রথম থেকে। আমির আশুতোষের সঙ্গে একটি ছবি করেছিলেন যার সঙ্গে তিনি আগেও ছবি করেছিলেন কিন্তু সফল হননি। একজন নতুন পরিচালক ফারহান আমিরের কাছে তিন নায়কের ছবি নিয়ে এসেছিলেন এবং তা তিনি করেওছিলেন। তিনি কুস্তিতে একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছিলেন, সেখানে তিনি তাঁর মেয়ের কাছে হেরে যান। সমস্ত অভিনেতাই হিট পরিচালকদের ছবিতে কাজ করেন। ব্যতিক্রমী শুধু আমিরই। তিনি একমাত্র ঝুঁকি নিয়ে সমস্ত কাজ করতে পারেন। বললেন জাভেদ আখতার।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link