Aamir Ali: সানজিদার সঙ্গে ডিভোর্স হয়েছে ৪ বছর আগে! ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আমির আলি। অভিনেত্রী সানজিদা শেখের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আমির। দীর্ঘ আট বছরের সংসারে ইতি টেনে ২০২১ সালে তাঁরা ডিভোর্স নন। বিচ্ছেদের চার বছর পর মডেল ও অভিনেত্রী অঙ্কিতা কুক্রেতির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন আমির।
অভিনেতা প্রকাশ করেন যে, অঙ্কিতাকে না পাওয়া পর্যন্ত তিনি ভেবেছিলেন যে তিনি প্রেম করতে সক্ষম নন। সম্পর্কের কথা বলতে গিয়ে আমির বলেন, ‘সবাই ভালোবাসার যোগ্য। অবশ্যই, কিছু ঘটার আগে কাউকে না কাউকে তো সরে যেতেই হত, আর কেউ এখন এগিয়ে যাচ্ছে। আমি একটা সুখী জায়গায় আছি কারণ আমি তাকে অনেক কাছ থেকে এবং সুন্দরভাবে জানতে পারছি। এটা অন্যরকম অনুভূতি। ভালো লাগছে। আর আমি এটা উপভোগ করছি।’
আরও পড়ুন:Hyderabad: হায়দরাবাদে ঝাঁপ দিয়ে শেষ মেধাবী ঋতজা, ২২-র বাঙালি তরুণীর কেন এই সিদ্ধান্ত…
আমির আরও বলেন, ‘আমি সব সময় তাঁকে একটা কথাই বলি যে, ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমারও একটা হৃদয় আছে। এটা সবেমাত্র শুরু হয়েছে, প্রায় পাঁচ মাস। এটা কেবল কিছু একটার শুরু।’
আমির জানান যে, তিনি কখনও ভালোবাসার কাছে হাল ছাড়েননি। এবং যখনই তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হত, তিনি ফের প্রেমে পড়ার ইচ্ছা প্রকাশ করতেন। কারণ তিনি একটা পরিবারও চেয়েছিলেন। বিবাহবিচ্ছেদ সত্ত্বেও, তিনি কখনও মানসিকভাবে ভালোবাসার কাছে হাল ছাড়েননি। তিনি বলেন যে, তিনি গভীরভাবে বুঝতে পেরেছিলেন যে তিনি তার হৃদয়ের সঙ্গে লড়াই করছেন।
প্রসঙ্গত, আমির এবং সানজিদার দেখা হয়েছিল টেলিভিশন অনুষ্ঠান ‘কেয়া দিল মে হ্যায়’-এর সেটে। বেশ কয়েক বছর ধরে ডেটিং করার পর তাঁরা ২০১২ সালে বিয়ে করে। ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। দুই বছর পর ২০২০ সালে এই দম্পতি আলাদা হয়ে যান এবং ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের মামলার পর, সানজিদা তাদের মেয়ের কাসটিডি পান। ২০২২ সালে আমির জানিয়েছিলেন যে, তাঁকে প্রায় দশ মাস মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)