# Tags
#Blog

Viral Belly Dance: সাহসি এক নারী, মাথায় তরবারি বা ভাইরাল বেলিড্যান্স…

Viral Belly Dance: সাহসি এক নারী, মাথায় তরবারি বা ভাইরাল বেলিড্যান্স…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাথায় তলোয়ার নিয়ে বেলি ডান্স করছেন এক তরুণী। সেই ভিডিও দেখে কেউ কেউ ভয়ে শিহরিত কেউ নিচ্ছেন মজা। ওমরা সিনেমার নমক গানে বিপাশা বসুর নাচ প্রসংসা কুড়িয়েছিলেন। সেই গানে নাচ করে ছত্রিশগড়ের এক  তরুণী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। নাম লাবণ্য দাস। তিনি একজন নৃত্যশিল্পী। তিনি সোশ্যাল মিডিয়ায় নানান নাচের ভিডিও বানান শুধু তাই নয় তিনি নানান মিউজিক ভিডিওতেও কাজ করেন। 

    
সম্প্রতি তিনি নিজের ইন্সটাগ্রামে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। যেখানে লাবণী দাস মাথায় ধারালো তরোয়াল নিয়ে বেলি ডান্স করেছেন। তাঁর পরনে ছিল কালো রঙের ব্লাউজ আর স্কার্ট। আর মাথায় ছিলো তলোয়ার। তাঁর এই ভিডিওতে ২লক্ষের বেশি লাইক ও প্রায় ৩ মিলিয়ন ভিউস এসেছে। লাবণী দাসের নাচ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে লাবণী দাসের নাচ সবাই পছন্দ করলেও মাথায় তলোয়ার রাখার বিষয়টি অনেকে ভালোভাবে নিতে নেননি। ওই পোস্টে নেটিজেনরা কমেন্টে লিখেছেন, ‘বিপজ্জনক নাচ দেখার সময় খুব ভয় পাচ্ছিলাম।’ আবার অনেকে লাবণীকে প্রশংসায় ভাসিয়েছেন। আরও একজন লিখেছেন, ‘ভারসাম্যের খেলা দেখিয়েও দুর্দান্ত নাচ।’  

আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় মূত্রত্যাগ, পুলিস কনস্টেবলের কাণ্ডে তোলপাড় নেটপাড়া

এর আগেও মুম্বাইয়ের চলন্ত ট্রেনে বেলি ডান্স। নীল রঙের ঘাগরা পরে মুম্বইয়ের লোকাল ট্রেনের দরজার কাছে নাচ করছেন এক তরুণী। তারপরেই ভাইরাল হয় সেই ভিডিয়ো। চলন্ত লোকাল ট্রেনের ভিতরে মহিলাকে নাচতে দেখার ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক নেটিজেনরা মুম্বই পুলিসের সোশ্যাল মিডিয়া পেজে ওই ভিডিয়োটি ট্যাগ করতে শুরু করে। এরপর বিষয়টি মুম্বই পুলিসের নজরে আসে। মুম্বই পুলিস এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ট্যুইটারে মুম্বই রেলওয়ে পুলিস কমিশনারেটেকে ট্যাগ করেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal