Salil Chowdhury: শতবর্ষে সলিল! ছবির পোস্টার দিয়ে তৈরি ক্যালেন্ডারে অভিনব শ্রদ্ধার্ঘ্য….

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকাশিত হল দ্যা ড্রিমার্স মিউজিক পিআর (THE DREAMERS MUSIC PR AGENCY) এজেন্সির ক্যালেন্ডারে ‘সলিল অ্যাট হান্ড্রেড’,  দমদমের ঐতিহাসিক এইচ.এম.স্টুডিয়ো-তে। নিবেদন করলেন সেরাম গ্রুপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তরা চৌধুরী (Antara Chowdhury), দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra), রকেট মন্ডল (Rocket Mondal), সৌম্য দাশগুপ্ত (Soumya Dasgupta), সেরাম গ্রুপের ডিরেক্টর (SERUM Group Director), সঞ্জীব আচার্য্য (Sanjib Acharya), দ্যা ড্রিমার্স এর সুদীপ্ত চন্দ (The Dreamers Sudipta Chanda), লতা গীত কোষের (Lata Geet Kosh) সঙ্কলক-সম্পাদক স্নেহাশীষ চট্টোপাধ্যায় (Snehasis Chatterjee), সংগ্রাহক দেবাশিস মুখোপাধ্যায় (Debasis Mukhopadhyay), পরমানন্দ চৌধুরী (Paramananda Chowdhury)। অনুষ্ঠানটা নান্দনিকভাবে উপস্থাপনা করেন দেবাশীষ বসু (Debasish Basu)। 

আরও পড়ুন- Bohurup: একসঙ্গে ৭টি চরিত্রে দেখা যাবে সোহমকে! বহুরূপ ছবিতে একের পর এক চমক…

এক সময় হিজ মাস্টার্স ভয়েস (HMV) ছিল ভারতীয় সঙ্গীতের পীঠস্থান। গ্রামোফোনের সামনে বসে থাকা ‘নিপার’ যেমন তার মাস্টার এর কন্ঠ শুনতো, গ্রামোফোন ডিস্কে প্রজন্মের পর প্রজন্ম, বেশ কিছু দশক ধরে একই ভাবে সঙ্গীত জগতের বহু মাস্টার্সদের গান শুনেছেন। সে নয় গান শোনার কথা। কিন্তু শুনতে গেলে তো গানকে আগে রেকর্ড করতে হবে। সেই কাজটা ভারতের যে, যে প্রান্তেই হতো, তার মধ্যে অন্যতম দমদমের এই এইচ.এম.ভি এর রেকর্ডিং স্টুডিয়ো। এখন যা সারেগামা ইন্ডিয়া লিমিটেড (Saregama India Ltd.)। 

বাংলার হেন কোনো শিল্পী নেই যিনি এই ফ্লোরে রেকর্ডিং করেননি। সঙ্গীত শিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় (Hemant Kumar), মান্না দে (Manna Dey), শ্যামল মিত্র (Shyamal Mitra), মানবেন্দ্র মুখোপাধ্যায় (Manabendra Mukhopadhyay), আরতি মুখোপাধ্যায় (Aarti Mukherji), সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay), কণিকা বন্দ্যোপাধ্যায় (Kanika Banerjee), সুচিত্রা মিত্র (Suchitra Mitra), চিত্র পরিচালকদের মধ্যে সত্যজিৎ রায় (Satyajit Ray), মৃণাল সেন (Mrinal Sen), তপন সিংহ (Tapan Sinha) সহ আরো অনেকে, সুরকারদের মধ্যে নচিকেতা ঘোষ (Nachiketa Ghosh), সুধীন দাশগুপ্ত (Sudhin Dasgupta), সলিল চৌধুরী (Salil Chowdhury)-এর কথা তো অনস্বীকার্য। 

আরও পড়ুন- Tamannaah Bhatia-Vijay Varma Break up: বিয়ের প্ল্যানের মাঝেই বিচ্ছেদ! ২ বছরের প্রেম ভাঙল তামান্না-বিজয়ের…

অসংখ্য কালজয়ী গানের জন্ম এই রেকর্ডিং স্টুডিয়োতেই। এই বছর কিংবদন্তি সুরকার -গীতিকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ। সেই উপলক্ষে সেরাম গ্রুপ নিবেদন করলেন ‘সলিল অ্যাট হান্ড্রেড’ (Salil At Hundred) এক বিশেষ দেওয়াল ক্যালেন্ডার। উদ্যোগে দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির কর্ণধার সুদীপ্ত চন্দ। কখনো সন্দেশ পত্রিকার প্রচ্ছদ, কখনও বা সোনার কেল্লা পঞ্চাশ বছর, কখনো সৌমিত্র চট্টোপাধ্যায় তো কখনো উত্তম কুমার, দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির ক্যালেন্ডারে সবসময়ই থাকে এক স্মৃতিমেদুরতার হাতছানি।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সুদীপ্ত চন্দ, দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির কর্ণধার জানালেন, ‘এবছরের ক্যালেন্ডারে আছে সলিল চৌধুরী সুরারোপিত বেশ কিছু জনপ্রিয় পাশাপাশি তেমন জনপ্রিয় নয় এমন হিন্দী এবং বাংলা ছায়াছবির বুকলেট কভার, পোস্টার, তৎকালীন এইম.এম.ভি-এর দমদম স্টুডিয়োতে সলিল চৌধুরীর গান রেকর্ডিং এর বেশ কিছু মুহূর্ত। সাগর সেন, বনশ্রী সেনগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, অন্তরা চৌধুরী সহ সলিল চৌধুরীর বেশ কিছু কম বা না দেখা ছবি। ক্যালেন্ডারে বুকলেট দিয়ে সহযোগিতা করেছেন বিশ্বাস নেরুরকার, কলকাতার দেবাশীষ মুখোপাধ্যায়, পরমানন্দ চৌধুরী। পোস্টারের ছবি ব্যাবহৃত হয়েছে  আমার সংগ্রহ থেকে।’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours