NOW READING:
Self service sweet shop: CCTV নেই, সিকিয়োরিটি গার্ড নেই! এই বিশাল দোকানের পাহারায় বসে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ…
March 20, 2025

Self service sweet shop: CCTV নেই, সিকিয়োরিটি গার্ড নেই! এই বিশাল দোকানের পাহারায় বসে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ…

Self service sweet shop: CCTV নেই, সিকিয়োরিটি গার্ড নেই! এই বিশাল দোকানের পাহারায় বসে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:দোকানে নেই কোনও কর্মী, কোনও সিসিটিভি নেই। লেনদেনের উপর নজরদারি করছেন ভগবান কৃষ্ণ। 

মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি দোকান সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতা, বিশ্বাস এবং উপর চলে। কোনও মালিক নেই, নেই কোনও ক্যাশিয়ার বা সিসিটিভির মতো সুরক্ষা ব্যবস্থা। গ্রাহকরাও সততা বজায় রাখবেন এই বিশ্বাস তাঁরা রাখেন। ক্রেতারা আসেন। তাঁদের চাহিদা অনুযায়ী মিষ্টি কেনেন এবং একটি বাক্সে অর্থ রেখে যান। এটি একটি আদর্শ বিশ্বাস নির্ভর বাণিজ্য মডেলের  উদাহরণ। যদি গ্রাহকদের কাছে টাকা নাও থাকে, তাহলেও তাঁরা মিষ্টি সংগ্রহ করতে পারেন এবং পরে টাকা দিতে পারেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত করা রয়েছে ওই দোকানে এবং মনে করা হয় ভগবান কৃষ্ণই একমাত্র পাহারা দিচ্ছেন দোকানটিকে। ভগবান কৃষ্ণের অপর নাম লাড্ডু গোপাল। তাই তাঁর নামেই এই দোকানের নামকরণ করা হয়েছে।

আরও পড়ুন:স্তন খামচে সালোয়াড়ের দড়ি ছিঁড়েছে, তো! এটা মোটেই ধর্ষণ নয়: হাই কোর্ট

জব্বলপুরের বাসিন্দা বিজয় পান্ডে পেশার খাতিড়ে লাড্ডু তৈরি করেন এই দোকানের জন্য। তাঁর ভগবান কৃষ্ণের প্রতি গভীর বিশ্বাস। পান্ডেজি জানান যে, এই মডেলের অনুপ্রেরণা এসেছে একটি ঘটনা থেকে। একটি লোক অর্থের অভাবে তাঁর মেয়ের জন্য লাড্ডু চাইতে দ্বিধা করেছিলেন কারণ তাঁর কাছে কোনও টাকা ছিল না। দ্বিধা ছাড়াই, পাণ্ডেজি তাকে লাড্ডু দিয়েছিলেন এবং যখন সম্ভব হবে তখন টাকা দিতে বলেছিলেন। এই ঘটনা তাঁর উপলব্ধি জাগিয়ে তোলে– যদি একজনকে বিশ্বাস করা যায়, তবে সবাইকে নয় কেন? এই চিন্তাভাবনা থেকেই দোকানটির প্রতিষ্ঠার সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে বছরের পর বছর ধরে চলছে এই দোকান।

আরও পড়ুন: অতুল-মানবের ছায়া ক্রমশ চওড়া! ‘বউ আমাকে মেরে ফেলবে…’, নিপীড়নের আতঙ্কে চরম পদক্ষেপ চলচ্চিত্রকর্মীর…

এই অনন্য সাধারণ আইডিয়া কেবল জব্বলপুরেই নয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এটিকে ভারতে এই ধরণের প্রথম উদ্যোগ বলে মনে করেন, যেখানে ব্যবসায়, বিশ্বাস এবং সততার জন্ম দিয়েছে। মানুষ কেবল মিষ্টি কিনতেই নয়, এই অসাধারণ মডেলটি সরাসরি দেখার জন্যও আসছেন। আরপিজি এন্টারপ্রাইজেসের চেয়ারম্যান শিল্পোদ্যোগী হর্ষ গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় দোকানটি সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছেন। আধুনিক সময়ে দাঁড়িয়ে এর অস্তিত্ব এবং কার্যকারিতা দেখে অবাক হয়েছেন এই ব্যবসায়ী।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link