জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাদবপুর বিস্ববিদ্যালয়ের মেসের মধ্যেই রহস্য মৃত্যু এক পড়ুয়ার। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রতীপ কুমার মান্না (২১) তিনি বিশ্ববিদ্যালয়ের ওই ইঞ্জিনিয়ারিং ছাত্র। জানা যাচ্ছে, ওই ছাত্র আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন। সহপাঠীরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Tapsia Fire: কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই সংসার! হাহাকার তপসিয়ারবাসীর…
মৃতের পরিবারের দাবি খবর পাওয়া মাত্রই ছুটে আসেন তাঁরা। কিন্তু তার আগেই সবশেষ। গোটা ঘটনায় ধোঁয়াশা তৈরি করেছে। কীভাবে মৃত্যু! সেটি এখন আসল জানার বিষয়। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় সকলে। প্রতীপ কুমার মান্না পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সার্ভে পার্ক থানা এলাকার সন্তোষপুরে একটি মেসে ভাড়া থাকতেন প্রতীপ। তাঁর রুমমেট ছিলেন তিনি জানান, অসুস্থ বোধ করে প্রতীপ সেই সময় তাঁর জন্য ওষুধ আনতে গিয়ে ফিরে এসে দেখে। মাটিতে পড়ে রয়েছে তাঁর দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক সুনীতা অধিকারী। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা: মিতালি দেব জানান ছাত্রের শ্বাসকষ্টের সমস্যা ছিল আগে থেকেই। সেই কারণেও মৃত্যু হতে পারে তাঁর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)