জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:সাপে নেউলের লড়াইয়ের কথা সবাই শুনেছে। কুকুর কুকুরে মারামারি বা তুই বিড়াল না মুই বিড়ালের রোজদিনের কলহের সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু সাপে কুকুরের লড়াই, আর সেই কুকুর যদি মনিবের প্রাণ রক্ষার জন্য বলি প্রদত্ত হয়, তাহলে তা সত্যিই খবরে আসে। কর্নাটকের হাসান জেলায় মনিব অন্ত প্রাণ এক পিটবুল অসীম সাহসিকতায় একটি কিং কোবরার সঙ্গে লড়াই করে, পরিবারের প্রাণ বাঁচাল ঠিকই, কিন্তু যুদ্ধ শেষে, সে মারা গেল।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
১২ ফুট লম্বা একটি কিং কোবরা সাপ হঠাত্ একটি পোল্ট্রি ফার্মে ঢুকে পড়ে। শমন্থ গৌড়া নামে এক মালিকের খামারবাড়িতে প্রবেশ করতেই পোষ্য দুটি কুকুর দ্রুত ছুটে আক্রমণ করতে শুরু করে। পিটবুল–ভীমা এবং আরেকটি মেয়ে ডোবারম্যান কুকুর–রুবি পরিবারকে সাপের আক্রমণ থেকে বাঁচাতে খামারে দৌড়ে যায়।
আরও পড়ুন: এত কষ্ট দিয়ো না প্লিজ! আর্তিই সার, ৪৪ মিনিট লাইভে থেকে শেষ শিবু, দেখল বউ-শাশুড়ি
সাপটিকে দেখার পর, দুটি কুকুর এটিকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করে। লড়াইয়ের সময়, ভীমা ১২ ফুট লম্বা কোবরাটিকে তার মুখে ধরে টুকরো টুকরো করে ফেলে। CCTV ফুটেজে দেখা গেছে যে পিটবুলটি লাফিয়ে লাফিয়ে সরীসৃপটিকে তার মুখ কামড়ে ধরে মেরে ফেলার চেষ্টা করছে। ৪০ মিনিটের দীর্ঘ এই লড়াইয়ে মারা যাওয়ার আগে, ‘ভীমা’ সাহসের সঙ্গে লাফিয়ে লাফিয়ে সাপটিকে ১১ টুকরো করে ফেলে।
আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতির বাড়িতে কোটি-কোটি টাকা! তবে কি…
কোবরাটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলার পর পিটবুল ভীমা মারা যায়। মৃত্যুর আগে পিটবুলটি তার পরিবারের সদস্যদের এবং পোল্ট্রি ফার্মের কয়েকজন শ্রমিককেও বাঁচিয়েছিল। মালিক গৌড়া জানিয়েছেন, ভীমার কাছে সাপের সঙ্গে লড়াই নতুন নয়। সে বাগানে প্রায় ১৫টি বিষাক্ত সাপ মেরে ফেলেছে এভাবেই। তবে এবারের ঘটনা দুর্ভাগ্যজনক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)