NOW READING:
Kolkata Airport Death: ইম্ফল থেকে শহরে এসে বিমানবন্দরে আত্মঘাতী যাত্রী!
January 26, 2025

Kolkata Airport Death: ইম্ফল থেকে শহরে এসে বিমানবন্দরে আত্মঘাতী যাত্রী!

Kolkata Airport Death: ইম্ফল থেকে শহরে এসে বিমানবন্দরে আত্মঘাতী যাত্রী!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাসস ব্যুরো:  ডিপারচার ফ্লাইওভার থেকে মরণঝাঁপ! কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী যাত্রী। মণিপুরের ইম্ফল থেকে তিনি শহরে এসেছিলেন বলে জানা গিয়েছে। কেন কলকাতায় এসেছিলেন? কেন-ইবা আত্মহত্যা করলেন? খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন:  Mamata Banerjee: রাজভবনে ‘ব্রাত্য’ কলকাতা পুলিসের ব্যান্ড! ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে…

বিমানবন্দর সূত্রে খবর, গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে কলকাতায় আসেন ওই ব্যক্তি। এরপর গত কয়েকদিন ধরে নাকি বিমানবন্দরের বাইরেই ঘুরে বেড়াচ্ছিল তিনি! কেন? আজ, রবিবার ওই ব্যক্তির চিকিত্‍সার ব্যবস্থা করা হয়। কিন্তু এরপর যখন ছাড়া পান, তখন বিমানবন্দরেই আত্মহত্যা করেন তিনি। ঘড়িতে তখন ২ টো। দুপুরে বিমানবন্দরের  ডিপারচার ফ্লাইওভার নিচে ঝাঁপ দেন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে পুলিস। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

এদিকে এই ঘটনায় রীতিমতো তাজ্জব  বনে গিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ, এমনকী পুলিস। কারণ, বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার যাত্রীদের যাতায়াতের কার্যত কোনও অবকাশ নেই। যাত্রীদের বিমানবন্দরে নামিয়ে ওই ফ্লাইওভার দিয়ে গাড়িগুলি বিমানবন্দরের বাইরে চলে যায়। সেক্ষেত্রে ওই ব্যক্তি কীভাবে ফ্লাইওভারে উঠলেন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

আরও পড়ুন:  RG Kar Incident: ‘CBI বলছে মেয়ে মারা গিয়েছে আপনার, দায় আপনাকে নিতে হবে’!

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link