# Tags
#Blog

RG Kar: আবার সেই আরজি কর! হস্টেলের ঘরে এবার আত্মহত্যার চেষ্টা নার্সিং পড়ুয়ার…

RG Kar: আবার সেই আরজি কর! হস্টেলের ঘরে এবার আত্মহত্যার চেষ্টা নার্সিং পড়ুয়ার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার সেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল! হস্টেলের রুমে এবার হাতের শিরা কেটে আত্মহত্যাকর চেষ্ট করলেন নার্সিংয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রী। আরজি করেরই ট্রমা কেয়ার সেন্টারের ভর্তি তিনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রুমমেটদের সঙ্গে বচসার জেরে এই ঘটনা।

আরও পড়ুন:  RG Kar Incident: ‘অভিযুক্ত একজন-ই’! সোম থেকে শিয়ালদহ কোর্টে শুরু আরজি করকাণ্ডের বিচারপর্ব…

পুলিস সূত্রে খবর, এই ছাত্রীর নাম বুল্টি গরাই। বাড়ি, পুরুলিয়ায়। ঘড়িতে তখন ১ বেজে ১০ মিনিট। শনিবার মধ্যরাতে আরজি করে হস্টেলের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বুল্টিকে। ঘরে একাই ছিলেন তিনি।  আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেই জানা গিয়েছে।

সহপাঠীদের দাবি, রাতে হস্টেলের ঘরে আলো জ্বালিয়ে পড়াশোনা করতেন বুল্টি। সেই নিয়ে রুমমেটদের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই অশান্তি চলছিল তাঁর। শনিবার রাতেও অশান্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছিলেন ওই তরুণী। কিন্তু কর্তৃপক্ষ উলটে তাঁকেই দোষারোপ করে বলে অভিযোগ। মানসিক অবসাদের আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর।

এদিকে ঘটনার সময়ে অবশ্য ঘরে ছিলেন না রুমমেটরা। পাশের ঘরে হস্টেলের অন্যন্য পড়ুয়াদের সঙ্গে গল্প করছিলেন তাঁরা। বিষয়টি নজরে পড়তেই বুল্টিকে হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার নিয়ে যান তাঁর রুমমেটরাই। 

আরও পড়ুন:  Entally Incident: আর জি কর আবহে ফের সিভিকের দৌরাত্ম্য! মহিলার বাড়িতে ঢুকে..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal