সেলিম রেজা, ঢাকা: কোরান, গীতা, ত্রিপিটক আর বাইবেল পাঠ। সঙ্গে জাতীয় সংগীত পরিবেশনও। বদলের বাংলাদেশ এবার আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল। নাম, ‘জাতীয় নাগরিক পার্টি’। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছিল ঢাকায় রাজপথে। ‘জাতীয় নাগরিক পার্টি’-কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অন্য় রাজনৈতিক দলগুলি।
আরও পড়ুন: Bangladesh: মায়ানমার-থাইল্যান্ড সীমান্তে ‘স্ক্যাম সেন্টারে’ বন্দি বহু বাংলাদেশি!
আজ, শুক্রবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে ছিলেন বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। তবে মঞ্চে কোনও চেয়ার ছিল না। অনুষ্ঠানের শুরুতেই দুটি তথ্যচিত্র দেখানো হয়। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে দুটি সংগঠন গড়ে উঠে। সেই দুই কমিটির উদ্যোগে তৈরি হল রাজনৈতিক দল। ইংরেজিতে যার নাম, ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।
সূত্রের খবর, নতুন দলের রী প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এছাড়াও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলে সারজিস আলম। দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত। যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া দেওয়া হতে পারে কোনও মহিলাকে। দৌড়ে এগিয়ে তাসনিম জারা, নাহিদা সারওয়ার (নিভা), মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম। এদের মধ্যেই কেউ পদে আসতে পারে। তাসনিম জারা ও মনিরা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও নাহিদা সারওয়ার কেন্দ্রীয় সদস্য। আর নুসরাত বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।
আরও পড়ুন: Billion Tons Precious Metal: বিজ্ঞানীরা খুঁজে পেলেন বিলিয়ন টন ‘গুপ্তধন’! সবাই হবে ধনী! ঘুচে যাবে গরিবি…
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)