NOW READING:
Mohun Bagan | ISL Semifinal: টাটানগরীতে পুলিসের ‘লাঠিচার্জ’! আহত বাগান সমর্থক, সেমিতে গ্যালারিতে ধুন্ধুমার…
April 3, 2025

Mohun Bagan | ISL Semifinal: টাটানগরীতে পুলিসের ‘লাঠিচার্জ’! আহত বাগান সমর্থক, সেমিতে গ্যালারিতে ধুন্ধুমার…

Mohun Bagan | ISL Semifinal: টাটানগরীতে পুলিসের ‘লাঠিচার্জ’! আহত বাগান সমর্থক, সেমিতে গ্যালারিতে ধুন্ধুমার…
Listen to this article


অর্কদীপ্ত মুখোপাধ্যায়: গ্যালারিতে ‘লাঠিচার্জ’! মাথা ফাটল এক মোহনবাগান সমর্থকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। খবর পেয়ে হাসপাতালে গেলেন ক্লাব সচিব দেবাশিষ দত্ত। আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচে ধুন্ধুমার কাণ্ড।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

এদিন ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে যায় জামশেদপুর। এরপর ৩৭ মিনিটে  জেসন কামিন্সের গোলে সমতা ফেরায় মোহনাবাগান। আর তখনই গণ্ডগোলের সূত্রপাত্র! অভিযোগ, গ্যালারিতে সেলিব্রেশন করতে গিয়ে পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মোহনবাগান সমর্থকরা। পুলিস লাঠিচার্জ করে। গুরুতর আহত হন এক মোহনবাগানের সমর্থক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিস। রাতে ক্লাবের তরফে এই ঘটনার নিন্দা করে বিবৃতি দেওয়া হয়। 

আইএসএলের গ্রুপ লিগ পর্ব শেষ। এবার শুরু হল নকআউট পর্ব। কাপ জেতার লড়াই। লিগ-শিল্ডে চ্যাম্পিয়ন মোহনবাগান। আজ, বৃহস্পতিবার সেমিফাইনালে প্রথম লেগের খেলায় জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু অ্যাওয়ে ম্যাচ জিততে পারল না মোলিনার দল। চেনা ছন্দে দেখাই গেল না মোহনবাগানকে।  ঘরের মাঠে ২-১ জিতল জামশেদপুরে।

আরও পড়ুন:  Mohun Bagan | ISL Semifinal: জামশেদপুরের দুরন্ত জয়, সেমির প্রথম পর্বে হার মোহনবাগানের! সল্টলেকে ফাইনালের লড়াই

আরও পড়ুন:  Diego Maradona: ৫০৩ গ্রামের বিশেষ অঙ্গ! দিয়েগোর অটোপসিতে থ বিশেষজ্ঞরা, পরপর চাঞ্চল্যকর তথ্য সামনে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link