রাজীব চক্রবর্তী: চলতি মাসেই বাংলার বকেয়া নিয়ে আলোচনা? সংসদীয় কমিটির সুপারিশের পর ‘সুর নরম’ কেন্দ্রের। চলতি মাসে দিল্লিতে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীর প্রদীপ মজুমদারকে ডাকা হতে পারে। সূত্রের খবর তেমনই।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ঘটনাটি ঠিক কী? কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্জনার অভিযোগ তোলেন মু্খ্যমন্ত্রী। বস্তুত, প্রধানমন্ত্রী আবাস যোজনার ধাঁচে এ রাজ্যে আবাস যোজনাও চালু করেছেন তিনি। নাম, ‘বাংলার বাড়ি’। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘আবাস যোজনায় বাংলার এক নম্বরে ছিল। তাও সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। ৩ বছর ধরে বাংলার গরীব মানুষগুলি বঞ্চিত হচ্ছে’। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে রাজ্য়ের ২১ জেলায় ১২ লক্ষ যোগ্য় পরিবারকে বাড়ি তৈরির জন্য় প্রথম কিস্তি ৬০ হাজার টাকা বন্টনের প্রক্রিয়ার শুরু হয়ে গিয়েছে।
এদিকে সংসদের বাজেট বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন অভিষেকও। বলেন, ‘বাজেট দেখে আমার মনে হচ্ছে, অর্ধেক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো শব্দটি একেবারে যথাযথ হবে। এমন শব্দ আপনারা হয়তো আগে কখনও শোনেননি। এমনটা কেন? বিহারে জেডিইউ-র ১২টি আসন রয়েছে। বিজেপিরও ১২ সাংসদ আছেন। বাংলাতেও ১২ জন সাংসদ বিজেপির। তবে বিহারের ক্ষমতায় রয়েছে তারা। আর বাংলায় নেই। তাই বিহার পেল বোনানজা। বাংলা পেল ব্লকেডার’। তাঁর কথায়, ‘বাংলার জন্য কোনও অর্থপূর্ণ বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার। এটা বাংলা বিরোধী বাজেট’।
এই যখন পরিস্থিতি, তখন একশো দিনের কাজ-সহ সমস্ত প্রকল্পে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ যা বকেয়া, তা মিটিয়ে দেওয়ার সুপারিশ করেছে সংসদের গ্রামোয়ন্ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। কবে? ১২ মার্চ। রিপোর্টে উল্লেখ, ‘২০২২ অর্থবর্ষ থেকে পশ্চিমবঙ্গে বরাদ্দ বকেয়া। ফলে গ্রামীণ উন্নয়নে ব্যাপক প্রভাব পড়েছে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে’। সঙ্গে সুপারিশ, ‘যে বিতর্কিত অর্থবর্ষ আদালতে বিচারাধীন আছে, সেই বছর বাদে বাকি টাকা অবিলম্বে দেওয়া হোক’।
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘স্বয়ং মন্ত্রী আমাকে ভিডিয়ো কনফারেন্সে বলেছিলেন, শীঘ্র আমি নেমতন্ন করব। দিল্লিতে বসে আমরা আলোচনা করে এগোব। সেই শীঘ্রতা এখনও শেষ হয়নি। এখন নথি নিয়ে বৈঠকে কথা বলছে! ভালো, আমরা তো সবসময় প্রস্তুত। আমাদের লুকানোর কিছু নেই। আজ নয়, আমাদের নথি তো ২২ সাল থেকে তৈরি রয়েছে। যেদিন বলবেন আমরা যাব। আবার দেখাবো। কারণ, ২২ সালের পর কিছু আসেনি আমাদের কাছে। ফলে নতুন করে তথ্য দেওয়ার দরকার নেই। তাও আমরা নিয়ে যাব। কারণ, মন্ত্রী পালটে গিয়েছেন’।
আরও পড়ুন: Food poisoning probe reveals raped and killed by Dad: ‘খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু’র ময়নাতদন্ত ধরিয়ে দিল ৭ বছরের মেয়ের ‘ধর্ষক ও খুনি’ বাবাকে! ভয়ংকর হাড়হিম সত্যি ফাঁস…
আরও পড়ুন: FIR against UP Professor: সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ ছাত্রীদের যৌন নির্যাতনের ভিডিয়ো, অধ্যাপকের কীর্তিতে তোলপাড় কলেজ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)