অ্যাসিড আক্রমণ নিয়ে সারাদেশ তোলপাড় করা আন্দোলন হলেও, বাজারে যে এখনও খোলা অ্যাসিড বিক্রি বন্ধ হয়নি, আরও একবার তার প্রমাণ পাওয়া গেল। আর কারও মুখে অ্যাসিড ছুঁড়ে মারার মধ্যে যে নারকীয়, পৈশাচিক আনন্দ বা প্রতিশোধ-স্পৃহা লুকিয়ে থাকে মানুষের মধ্যে, তার প্রমাণও মিলল আবার। অ্যাসিড অ্যাটাক নিয়ে এত সচেতনতা, ছবি, সেমিনার, বক্তৃতা, এতো কিছু হওয়ার পরেও, বছর ২৪ এর এক যুবতীকে আবারও অ্যাসিড হামলার শিকার হতে হল। ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এই হামলার শিকার সব সময় মেয়েরাই হয়। একটি মেয়ের মুখ-রূপ-যৌবন-শরীর সবকিছু পুড়িয়ে দিতে পারলেই, পুরুষ মনে জেগে ওঠে অমানুষিক আনন্দ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ২৪ এর যুবতী। জীবন-চাকরি-স্বপ্ন সব শুরু করার অবস্থায় যখন, ঠিক তখনই রাতের অন্ধকারে জানলা দিয়ে ছুঁড়ে মারা হল অ্যাসিড ঠিক তাঁর মুখে।
বিহারের পাটনার বেগুসরাইয়ের পল্লবী রাঠোর। রাজনৈতিক পরিচয় সরিয়ে রাখলে তিনি সদ্য কলেজ পাশ করা এবং সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক যুবতী-ছাত্রী, যাঁর দু’চোখ ভরে অনেক স্বপ্ন। রবিবার রাত দু’টো নাগাদ বাড়ির সীমানা প্রাচীর টপকে জানলা দিয়ে অ্যাসিড ছুঁড়ে মারা হয় তাঁর মুখে। এই আক্রমণে তাঁর মুখ এবং শরীর মারাত্মকভাবে পুড়ে যায়।
আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! ব্যাডমিন্টন কোচের ধর্ষণের শিকার নাবালক ছাত্রী, নগ্ন ছবিতে রক্তাক্ত…
পাশের ঘরে ছিলেন তাঁর বাবা বিজেপির ভাই প্রেসিডেন্ট সঞ্জয় কুমার সিং। মেয়ের চিৎকারের শব্দ পেয়ে তারা ভেবেছেন কোন ইঁদুর বা টিকটিকি হয়ত গায়ে বসেছে। ছুটে এসে তাঁরা দেখেন অ্যাসিডের আক্রমণে তাঁর মেয়ের সারা শরীর ঝলসে গেছে। মুখের চামড়া পুড়ে গিয়েছে। তাঁকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর চাউর হতেই সারা রাজ্য তোলপাড় হয়ে যায়। বাবা বিজেপি নেতা সঞ্জয় কুমার পুলিশ অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এই ঘটনার নেপথ্যে কারা আছেন এবং কেন এই নারকীয় ঘটনা তার মেয়ের সঙ্গে ঘটানো হল, তার কোন হদিস পায়নি এখনো কেউ।
আরজেডি নেতা তেজস্বী যাদব এই এসিড হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন ‘বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারের অবহেলার জন্য মানুষ এখন তাঁর বাড়িতেও সুরক্ষিত অনুভব করছে না। সরকার নিজের দুনিয়ায় হারিয়ে রয়েছে, আর সাধারণ মানুষকে কষ্ট সহ্য করতে হচ্ছে। বিজেপি নেতার মেয়েকেও টার্গেট করা হচ্ছে, তাও যারা ক্ষমতায় রয়েছে, তারা চুপ। আমরা এই হামলার তীব্র নিন্দা করি এবং আক্রান্ত যুবতীর জন্য সুবিচার দাবি করি।’
আরও পড়ুন: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক ট্যাক্সি পরিষেবা! কতটা দুর্ভোগ হতে চলেছে এবার?
বিজেপি মুখপাত্র সিধেশ আর্য বলেছেন, ‘একজন বিজেপি নেতার মেয়েকেও টার্গেট করা হয়েছে, তবুও ক্ষমতায় থাকা ব্যক্তিরা চুপ করে আছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নির্যাতিতার ন্যায়বিচার দাবি করছি। এটি দুর্ভাগ্যজনক ঘটনা। ছাত্রীর মুখ এবং দেহ পুড়িয়ে ফেলা হয়েছে। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে’
তবে এই ঘটনায় বিহারের সর্বাঙ্গিক ব্যর্থ আইনশৃঙ্খলা, দুষ্কৃতীদের দৌরাত্ম্য, এবং প্রশাসনের অপদার্থতার খোলনলচে আরেকবার প্রকাশ্যে এসেছে। একটি মেয়ের জন্মসূত্রে পাওয়া শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ই কি তাঁকে অ্যাসিড হামলার দিকে ঠেলে দিল? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)