NOW READING:
Mother killed Son: তিক্ত যুদ্ধ কোর্টে, স্বামীকে শিক্ষা দিতে ছেলের নলিতে ছুরি সরিতার…
March 24, 2025

Mother killed Son: তিক্ত যুদ্ধ কোর্টে, স্বামীকে শিক্ষা দিতে ছেলের নলিতে ছুরি সরিতার…

Mother killed Son: তিক্ত যুদ্ধ কোর্টে, স্বামীকে শিক্ষা দিতে ছেলের নলিতে ছুরি সরিতার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে কুপুত্র যদিবা হয়, কুমাতা কদাপি নয়। কিন্তু এ যেন উলট-পুরাণ। পুত্রহন্তা মা। একদম প্ল্যান করে বাজার থেকে ছুরি কিনে এনে বসিয়ে দিলেন ছেলের গলায়। যে ছেলেকে জন্ম দিয়েছে মা, সেই মায়ের দু’বার হাত কাঁপল না ছেলের নলি কাটতে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন  Google News

ভারতীয় বংশোদ্ভূত মহিলা ৪৮ বছরের সরিতা রামারাজু, ক্যালিফোর্নিয়ায় ছেলের সঙ্গে সময় কাটাতে এসেছিলেন কিছুদিনের জন্য। সে সময় ছেলেকে নিয়ে ডিজনিল্যান্ড ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন।  তার ১১ বছর বয়সী ছেলেকে হোটেলের ঘরেই নৃশংস ভাবে হত্যা করল তার মা। হত্যার অভিযোগে অভিযুক্ত ওই মহিলা যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তার ২৬ বছরের কারাদণ্ডও হতে পারে। তার বিরুদ্ধে ছুরি রাখার গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।

২০১৮ সালে ছেলের বাবার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ক্যালিফোর্নিয়া থেকে চলে আসা সরিতা।বিবাহ বিচ্ছেদের সময় তার প্রাক্তন স্বামী অর্থাৎ ছেলেটির বাবা ছেলেটিকে কাছে রাখার দায়িত্ব পান। মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করার অনুমতি ছিল। ছেলের সঙ্গে দেখা করতে ওই মহিলা কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন। সান্তা আনার একটি মোটেলে ছিলেন। এই সময় তিনি নিজের এবং তার ছেলের জন্য ডিজনিল্যান্ডে যাওয়ার তিন দিনের পাস কিনেছিলেন।

আরও পড়ুন: মালিক আর নেই! শ্মশানে চুল্লির সামনেই শুয়ে অপেক্ষারত প্রিয় পোষ্য

১৯ মার্চ, যেদিন সরিতার মোটেল থেকে বেরিয়ে ছেলেটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার কথা ছিল, সেদিন তিনি সকাল ৯:১২ টায় হোটেলের ফোন করে জানান যে তিনি তার ছেলেকে মেরে ফেলেছেন এবং আত্মহত্যার জন্য ওষুধ খেয়েছেন।

সান্তা আনা পুলিস মোটেলে পৌঁছে ডিজনিল্যান্ডের একটি ঘরের বিছানায় ছোট ছেলেটিকে মৃত অবস্থায় দেখতে পায়। ছেলেটি বেশ কয়েক ঘন্টা আগে মারা গিয়েছিল,বলেই  মনে করছে পুলিস। 

আগের দিন কেনা মোটেলের ঘর থেকে একটি বড় ছুরি পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সরিতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং ছেলেকে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: তোর বাবার কী অবস্থা করি দেখবি! ডিজিটাল অ্যারেস্টের পর হুমকি ছেলেকে …

একটি শিশুর জীবন বাবা-মায়ের বিরোধের মধ্যে ঝুলে থাকা উচিত নয়। একে অপরের প্রতি রাগ যখ সন্তানের প্রতি তাদের ভালোবাসার চেয়েও বেশি হয়ে ওঠে,তখন তা ভয়ঙ্কর আকার নেয়। ভালোবাসায় ছেলেকে কোলে জড়িয়ে রাখার বদলে, মা তার গলা কেটে ফেলে এবং নিষ্ঠুর ভাবে তাকে সেই জগৎ থেকে সরিয়ে দেয়, যে জগতে সে তাকে একসময় এনেছিল তা অমানবিক — অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নি টড স্পিটজার জানিয়েছেন।

সরিতা তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ করেছেন এবং আরও বলেছেন যে তার পুত্রের বাবা মদ, মাদক সেবনে খুব আক্রমণাত্মক হয়ে ওঠেন। সরিতা জানান যে, তাদের ছেলে মায়ের সঙ্গে কথা বলতে খুব ভয় পেত কারণ বাবা ঝামেলা করবে। রাজু তার প্রাক্তন স্ত্রীর মিথ্যা অভিযোগ অস্বীকার করেন এবং স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link