NOW READING:
WATCH | Dolphins welcome Sunita Williams: চারিদিকে একঝাঁক ডলফিন! পৃথিবীতে সুনীতাদের জম্পেশ জলজ ওয়েলকাম…
March 19, 2025

WATCH | Dolphins welcome Sunita Williams: চারিদিকে একঝাঁক ডলফিন! পৃথিবীতে সুনীতাদের জম্পেশ জলজ ওয়েলকাম…

WATCH | Dolphins welcome Sunita Williams: চারিদিকে একঝাঁক ডলফিন! পৃথিবীতে সুনীতাদের জম্পেশ জলজ ওয়েলকাম…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৮ দিনের জায়গায় মহাকাশে ৯ মাস! ২৮৬ দিন পর বুধবার ভোর ৩:২৭ মিনিটে ফ্লোরিডা উপকূলে নাসার ২ মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে নিয়ে পৃথিবী ছোঁয় স্পেসএক্স ক্রু-৯ মিশন। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সুনীতাদের সঙ্গে ফিরলেন আরও দুই মহাকাশচারী নাসার নিক হেগ এবং রসকসমসের আলেকজান্ডার গর্বুনভ। খুশি বিশ্ববাসী। ডোনাল্ড ট্রাম্প থেকে নরেন্দ্র মোদি বিশ্বের তাবড় নেতারা সুনীতাদের স্বাগত জানিয়েছেন। দুই মহাকাশচারীকে নিয়ে ক্রু-৯ মিশন পৃথিবী ছুঁতেই নাসার তরফে ভাগ করে নেওয়া হয় সুনীতা ও বুচকে নিয়ে ১০ আকর্ষণীয় তথ্য। যেমন- ১) মার্কিন মহাকাশচারীদের মধ্যে সুনীতা-ই দ্বিতীয় সর্বোচ্চ সময় মহাকাশে কাটানোর রেকর্ড করেছেন।  

আরও পড়ুন: মাসের পর মাস মহাকাশে থাকলে হতে পারে ক্যানসার, আসতে পারে অন্ধত্ব! সুনীতাদেরও কি হতে পারে এই…

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ২৮৬ দিন মহাকাশে কাটানোর সময় মোট ১২১,৩৪৭,৪৯১ মাইল ভ্রমণ করেছেন। পৃথিবীর চারপাশে ৪,৫৭৬ বার কক্ষপথ সম্পূর্ণ করেছেন। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল আটলান্টিকে নামার সঙ্গে সঙ্গে হাজির হল একঝাঁক ডলফিন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। একজন মহিলা মহাকাশচারী হিসেবে মোট ৬২ ঘন্টা ৬ মিনিট মহাকাশে হেঁটে ‘স্পেসওয়াকিং উওম্যান’ হিসেবে রেকর্ড করেছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। আর সর্বকালের মহাকাশে হাঁটার সময়কালের নিরিখে তালিকায় চতুর্থ স্থানে আছেন সুনীতা।    

আরও পড়ুন: ২৮৬ নয়, মোট ৬০৮ দিন মহাকাশে! ‘স্পেসওয়াকিং উওম্যান’ হিসেবে রেকর্ড! সুনীতার অজানা ১০ তথ্য…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link