NOW READING:
চুমু খেতে চান প্রিয়তমাকে? নির্জনতায় আপনার দিকে উষ্ণ হাত বাড়াচ্ছে ‘স্মুচ ক্যাব’…
April 3, 2025

চুমু খেতে চান প্রিয়তমাকে? নির্জনতায় আপনার দিকে উষ্ণ হাত বাড়াচ্ছে ‘স্মুচ ক্যাব’…

চুমু খেতে চান প্রিয়তমাকে? নির্জনতায় আপনার দিকে উষ্ণ হাত বাড়াচ্ছে ‘স্মুচ ক্যাব’…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাছের মানুষের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে চান? কিন্তু ব্যস্ত জীবনের দৌড়ে, না পাচ্ছেন সময় আর না পাচ্ছেন জায়গা। তার ওপর রাস্তার জ্যামে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। উষ্ণতা পাওয়া দূরের কথা, ব্যস্ত জীবনে ভিডিও কলের সময়টুকু পান না প্রেমিক প্রেমিকারা। অফিস ফেরত কেবল ক্যাবের জানলা দিয়ে রাস্তার যানজট দেখতে দেখতেই বেলা বয়ে যায়। আর আদর কাঁদে বিছানায় গুমড়ে। সম্পর্কে আসে কুয়াশার চাদর। একটু উষ্ণতার জন্য ঠোঁট ব্যাকুল হয়, নির্জনতার আকুলতায় বিরহ বেড়েই চলে। 

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

সেই সমস্ত দম্পতি বা প্রেমিক-প্রেমিকার জন্য বেঙ্গালুরুর একটি স্টার্ট আপ কোম্পানি আনতে চলেছে নতুন একটি অ্যাপ ক্যাব যার নাম স্মুচ ক্যাব। বলাই বাহুল্য নাম শুনেই বোঝা যাচ্ছে নির্জনে ঠোঁটে ঠোঁট রাখার আদর্শ জায়গা ‘স্মুচ ক্যাব। বেঙ্গালুরুর মতো ব্যস্ত শহর যানজটের জন্য বিখ্যাত। প্রেমিক-প্রেমিকা বা দম্পতিরা এই দীর্ঘ যানজটে নিজেদের মতন ব্যক্তিগত সময়ে যাতে কাটাতে পারেন তার জন্যই এই ক্যাপ চালু করা। এসব দম্পতিরা রোমান্টিক সময় কাটানোর জন্য ব্যক্তিগত জায়গা খুঁজছেন, স্মুচ ক্যাবস অ্যাপের মাধ্যমে ক্যাব পরিষেবা পেতে পারেন তাঁরা।

ওলা, উবার, র‍্যাপিডো এবং অন্যান্য ক্যাব অ্যাগ্রিগেটরদের মতো এই ক্যাব পরিষেবাগুলিতে যাত্রীদের জন্য বিশেষভাবে কোনও গন্তব্যস্থলে যাওয়ার ব্যবস্থা নেই। পরিবর্তে, তাঁরা যাত্রীদের দীর্ঘ যাত্রায় নিয়ে যায় কিছুটা ব্যক্তিগত সময় কাটাতে দিতে। এই ক্যাবগুলি বিশেষভাবে কাপলদের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে তাঁদের ব্যক্তিগত সময় ব্যাহত না হয় তা নিশ্চিত করে। ‘বিরক্ত করবেন না’ বোর্ড এবং রঙিন জানালা রয়েছে। এই ক্যাবগুলির একটি মজার দিক হল যে কিছু চালক শব্দ-বাতিলকারী হেডফোন চেয়েছেন, কিন্তু চালকরা ভিতরের ‘শব্দ’ মোকাবিলা করার সময়, বাইরের যাত্রীদের ট্র্যাফিক শব্দের সাথে লড়াই করতে হচ্ছে।

আরও পড়ুন:  কান্নায় ভেঙে পড়লেন মুসকান! পুরনো প্রেমের ঢেউ বুকে ঝড় তুলল কারাগারের ভিডিয়ো কলে…

এই ক্যাবগুলি যুগলদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। নীতি পুলিস এবং শহরের প্রবীণদের মতামত থেকে মুক্তি খুঁজে পেয়েছেন। ক্যাব চালু হওয়ার পর, ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন যে ব্যস্ত সময়ে কিছু যানবাহন স্থির হয়ে যায় এবং একেবারেই চলাচল করে না। কিছু চালক মতামত দিয়েছেন যে তারা ভেতরে ‘শব্দ’ উপেক্ষা করার জন্য রেডিও চালু করেন এবং ভান করেন যেন কিছুই হচ্ছে না। চালকদের রাস্তায় মনোযোগ দিতে হয় এবং দেখে চালাতে হয়।

আরও পড়ুন: ‘আরও টাকা দাও, আরও!’ অতিষ্ঠ হয়ে এবার মুসকানকেই শ্বাসরোধ করে লাশ পুঁতে দিল জঙ্গলে…

‘স্মুচ ক্যাবস’ সমালোচনার মুখোমুখি হওয়ায় দমে যায়নি কারণ ব্যাঙ্গালোরের বাইরে, দিল্লি এবং মুম্বইয়ের মতো মেট্রো শহরগুলি তাদের পরিষেবা আগেই চালু করেছে। ক্যাব পরিষেবাটি এখনও যুগান্তকারী না মনে হলেও, রাস্তায় ট্র্যাফিকের পাশাপাশি শহরে প্রেমও যে বাড়বে একথা বলার অবকাশ রাখেনা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link