NOW READING:
Gwalior Murder Case: তান্ত্রিক কানে দিল মন্ত্র! বারোর মেয়ে খুন করে পুঁতে দিল চারের শিশুকে…
March 21, 2025

Gwalior Murder Case: তান্ত্রিক কানে দিল মন্ত্র! বারোর মেয়ে খুন করে পুঁতে দিল চারের শিশুকে…

Gwalior Murder Case: তান্ত্রিক কানে দিল মন্ত্র! বারোর মেয়ে খুন করে পুঁতে দিল চারের শিশুকে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ানক কাণ্ড!জানলে ঠান্ডা স্রোত বইবে শরীরে। শিশুবলির আরেক নিকৃষ্ট উদাহরণ। এবার জায়গা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।

কুসংস্কার আর তন্ত্র-মন্ত্রের শিকার এক চার বছরের শিশু।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

রাস্তায় এক তান্ত্রিক, পথচলতি বছর বারোর এক নাবালিকাকে কাছে ডাকে ৷ তারপর তার কানে কিছু বলে দেয় অর্থাত্‍ মন্ত্র দেয় ৷ নাবালিকা এরপর পাড়ারই এক বাড়িতে যায়। সেই সময় বছর চারেকের এক শিশু উঠোনে খেলছিল ৷ হঠাত্‍ই সেই নাবালিকা চকলেট কেনার লোভ দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওই চার বছরের ছেলেটিকে। ঠিক এরপরই এক নির্মীয়মাণ বিল্ডিংয়ের কাছে নিয়ে গিয়ে খুন করে মাটিতে পুঁতে দেয় ৷

আরও পড়ুন:  স্ত্রী একা নীলছবি দেখছেন, স্বমেহনে সুখি.. এটা ডিভোর্সের কারণ হতে পারে না: হাইকোর্ট

শিশুটির বাবা-মা কোথাও তাঁকে খুঁজে না পেয়ে সিরোল থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, দুই দিন আগে বিকেলে নিখোঁজ হয় শিশুটি। পাশাপাশি, ৪ বছরের ওই শিশুটিকে পাড়ারই এক ১২ বছরের মেয়ে খুন করেছে বলে অভিযোগ ওঠে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তে নেমে সিরোল থানার পুলিস চারটি দল গঠন করে শিশুটির খোঁজ শুরু করে।

এলাকার অভিজাত জায়গা–কসমো আনন্দ কলোনির আশপাশের সিসিটিভি ফুটেজও পুলিস খতিয়ে দেখে ৷ ফুটেজে দেখা যায়, নাবালিকা মেয়েটি শিশুটিকে তাঁর বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাচ্ছে। পুলিশসের সন্দেহ আরও গাঢ় হয় ৷ তারপরই মেয়েটিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে সিরোল থানার আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে মেয়েটি বারবার বয়ান বদল করে ৷ পুলিশকে ওই নাবালিকা জানায় নির্মীয়মাণ বাড়ির কাছে শিশুটিকে সে পুঁতে দিয়েছে ৷ পুলিস গিয়ে দেহটি উদ্ধার হয় ৷

আরও পড়ুন: স্তন খামচে সালোয়ারেরর দড়ি ছিঁড়েছে, তো! এটা মোটেই ধর্ষণ নয়: হাই কোর্ট

গোয়ালিয়রের এসপি ধরমবীর সিং জানান, জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি প্রথমে বলে, ওই বাচ্চাটিকে চকলেট কিনে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল ও পরে ফিরে আসে। কিন্তু সিসিটিভি ফুটেজে মেয়েটিকে একাই ফিরে আসতে দেখা যায়। পুলিশ মেয়েটিকে চেপে ধরলেই বয়ান বদলে ফেলে সে ৷ জানায়, রাস্তায় দেখা হওয়া এক তান্ত্রিকের মন্ত্রে সে এই অপরাধ করেছে। পুলিশ এখন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ৷ পাশাপাশি, শিশু মনোবিজ্ঞানীর সাহায্যও নেওয়া হয়েছে ৷

শিশুটির দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, নাবালিকাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ কেন সে এই কাজটি করেছে এবং তার সঙ্গে আর কারা ছিল এই ভয়ংকর ঘটনা ঘটানোর সময়, তাও জানতে চাইছে পুলিশ ৷ পুলিশের অনুমান, কেউ একা এই ধরনের ঘটনা ঘটাতে পারেনা ৷

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link