জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্লাইটের টয়লেটে বিড়িতে টান!
৭০ জন মানুষের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে সুরাট বিমানবন্দরে গ্রেফতার বাংলার বাসিন্দা ৩৭ বছর বয়সী অশোক বিশ্বাস। ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ নম্বর ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও ইন্ডিগো এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
সুরাট-জয়পুর-কলকাতা রুটে চলাচলকারী ফ্লাইট বৃহস্পতিবার বিকেল ৪:৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল। যাত্রীরা ওঠার পর, পাইলট এবং কারিগরি কর্মীরা কিছু সমস্যা লক্ষ্য করেন, যার ফলে ফ্লাইটটিকে চেক করা হচ্চিল।
আরও পড়ুন: স্ত্রীকে মেরে দেহের সঙ্গে সারারাত গল্প! খুনের নেপথ্যে জটিল মনস্তত্বের হাড়হিম বাস্তব…
বিকেল ৫:৩০ নাগাদ, বিমান পরিচারিকা বৈষ্ণবী নিঘোত টয়লেট থেকে বিড়ির ধোঁয়ার তীব্র গন্ধ দেখতে পান। তিনি নিরাপত্তা কর্মীদের সতর্ক করেন। তাঁরা দেখতে পান যে ১৫ এ-তে বসে থাকা একজন যাত্রী, শৌচাগারের ভেতরে ধূমপান করছেন। কেবিন ক্রুরা টয়লেটের ভেতরে একটি অর্ধ-ধূমপান করা বিড়ি এবং একটি দেশলাইবাক্সও খুঁজে পান।
আরও পড়ুন: ছেলে হয়নি কেন, স্ত্রীর উপর রাগ! যমজ কন্যাসন্তানকে মেঝেতে মাথা থেঁতলে…
ওই ব্যাক্তিকে তখনই বিমান থেকে নামিয়ে আনা হয় এবং তার লাগেজ তল্লাশি করে বিড়ির বান্ডিল পাওয়া যায়। পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়।
ফ্লাইটে মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে ইন্ডিগোর ক্রু এবং বিমানবন্দরের ইন্ডিগোর একজন নিরাপত্তা কর্মকর্তা অভিযোগ দায়ের করেছেন ওই ব্যাক্তির বিরুদ্ধে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)