জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:প্রেমে মানুষ হয় কেউ আর কেউ হয়ে ওঠে অমানুষ। প্রেমিকাকে পাওয়ার তীব্র কামণায় কেউ কেউ তাকেই শেষ করতে উদ্যত হয়। অার শেষে নিজেকে শেষ করে উপসংহার টানে। মনোবিজ্ঞানের ভাষায় এগুলোও এক ধরণের মানসিক সমস্যা। ভালোবাসার শেষ পরিণাম যখন মানুষ মৃত্যুকেই বোঝে, সেই সম্পর্কের চিত্র কেমন হয়, তা সম্প্রতি দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় দেখা গেল।
রবিবার রাতে দিল্লির প্রকাশ্য রাস্তায় ১৯ বছর বয়সী এক তরুণীকে তাঁর প্রেমিক তথা বন্ধু অমিত, ছুরি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। গত এক বছর ধরে ওই কিশোরী এবং অভিযুক্ত যুবক একে অপরকে চেনেন এবং তাঁরা বন্ধু ছিলেন।
আরও পড়ুন: এককথায় বীভত্স! গলে পড়ছে মুখের চামড়া, জ্বলে যাচ্ছে শরীর! ২৪ এর তরুণীকে পৈশাচিক…
দিল্লি পুলিশের মতে, রাত ৯.৩০ মিনিটে তাঁরা একটি ফোন পায় যে, ‘কিরবি বাস স্টপের কাছে দুজন রক্তাক্ত এবং আহত অবস্থায় পড়ে আছে।’
পুলিশের মতে, প্রাথমিকভাবে মনে হচ্ছে অমিত মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সে প্রস্তুত ছিল না। মেয়েটি এবং ছেলেটির মধ্যে তীব্র তর্ক হয় এবং অমিত তাঁর ঘাড়ে এবং পেটে এলোপাথারি ছুরি চালায় এবং পরে নিজেকেও ছুরিকাঘাত করে। মেয়েটির ঘাড়ে এবং পেটের বাম দিকে গুরুতর আঘাত লেগেছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অভিযুক্ত অমিত এবং আক্রান্ত তরুণীর কোনও বিষয় নিয়ে ঝগড়া চলছিল। দুজনেই ডিডিইউ হাসপাতালে ভর্তি এবং চিকিৎসাধীন। বিএনএসের (BNS) ১০৯(১) ধারার মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! ব্যাডমিন্টন কোচের ধর্ষণের শিকার নাবালক ছাত্রী, নগ্ন ছবিতে রক্তাক্ত…
ইতিমধ্যে, এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, রক্তাক্ত অবস্থায় রাস্তার ডিভাইডারে বসে আছেন পুরুষ এবং মহিলা এবং তাদের চারপাশে ভিড় করে রয়েছে হয়েছে পথচারীদের।
পুলিশ জানিয়েছে, অমিতের বিরুদ্ধে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)