কলকাতা: গত মরশুমের ফাইনালে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই দুই দলই আবার আজকের ম্য়াচে একে অপরের হতে চলেছে। তবে আইপিএলের (IPL 2025) এক মরশুমে জিনিসপত্র কতটা বদলে যেতে পারে, সেই বিষয়ে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH), উভয়ই অবগত। দুই ফাইনালিস্টই ইতিমধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে। ফাইনালিস্ট সানরাইজার্স আপাতত লিগ তালিকায় আটে আর চ্যাম্পিয়ন কেকেআর তো একেবারে সবার নীচে। তাই দুই দলের জন্যই আজকের ম্যাচে জয়টা কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝার জন্য কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না।
কেকেআর বা সানরাইজার্স, দুই দলেই তারকার অভাব নেই। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েইছে। এই ব্লকবাস্টার ম্যাচ কোথায় দেখা যাবে? কখনই বা শুরু হবে খেলা?
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকের আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ।
কোথায় খেলা হবে কেকেআর বনাম সানরাইজার্সের আইপিএলের ম্যাচটি?
কেকেআর বনাম সানরাইজার্সের আজকের ম্যাচটি ক্রিকেটের নন্দন কানন হিসাবে পরিচিত ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে।
কখন শুরু হবে কেকেআর বনাম সানরাইজার্সেরের আইপিএলের ম্যাচটি?
আজ বৃহস্পতিবার, ৩ এপ্রিল আইপিএলের এই ম্যাচ আয়োজিত হবে, খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। টস হবে তার আধ ঘণ্টা আগে সাতটায়।
কোথায় দেখবেন কেকেআর বনাম সানরাইজার্সের ম্যাচ?
কেকেআর বনাম সানরাইজার্সের ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
আরও দেখুন