NOW READING:
১৭ বছর পর সিএসকের ভিটেতে জয়, চিপকে ম্যাচ শেষে নাচে মাতলেন বিরাট কোহলি
March 29, 2025

১৭ বছর পর সিএসকের ভিটেতে জয়, চিপকে ম্যাচ শেষে নাচে মাতলেন বিরাট কোহলি

১৭ বছর পর সিএসকের ভিটেতে জয়, চিপকে ম্যাচ শেষে নাচে মাতলেন বিরাট কোহলি
Listen to this article


চেন্নাই: ১৭ বছর, হ্যাঁ, ঠিক এতদিন পরেই চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকে হলুদ ব্রিগেডের বিরুদ্ধে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (CSK vs RCB)। তাও আবার অল্প নয়, ৫০ রানের বড় ব্যবধানে হলুদ ব্রিগেডের গড়ে জয় পেয়েছে আরসিবি। আইপিএলে এই নিয়ে মাত্র তৃতীয়বার নিজেদের প্রথম দুই ম্যাচই জিতল আরসিবি। এই জয় উপলক্ষে সাজঘরেই আনন্দের জোয়ারে ভাসলেন বিরাট কোহলি (Virat Kohli)।

এই ম্যাচে স্বাভাবিকভাবেই কোহলির দিকে সকলের নজর ছিল। ব্যাট হাতে নিজের গোটা ইনিংস জুড়েই টাইমিংয়ের সমস্যায় ভুগেছেন তিনি। কোহলি ৩১ রান করলেও, তা আসে ৩০ বলে। তবে দল জিতেছে, এর থেকে আনন্দের আর কী ই বা হতে পারে। তাই আরসিবির সাজঘরে একেবারে নাচ জুড়ে দিলেন ‘কিং কোহলি’। শুধু কোহলি নন, লুঙ্গি এনগিডিসহ বাকিদেরও জয়ের উচ্ছ্বাসে কাঁধ ও কোমড় দোলাতে দেখা যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আরসিবির তরফে শেয়ার করা হয়। 

 

প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ১৯৬/৭। বড় রান পাননি কোহলি। ৩০ বলে ৩১ করে ফেরেন। তবে আরসিবিকে ভাল জায়গায় রাখেন ফিল সল্ট ও রজত পাতিদার। সল্ট ১৬ বলে করেন ৩২। ৩২ বলে ৫১ পাতিদারের। ১৪ বলে ২৭ করেন দেবদত্ত পাড়িক্কল। ৮ বলে অপরাজিত ২২ রান করেন টিম ডেভিডের।

শুক্রবার মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) যখন নামলেন, সিএসকে ইনিংসের ১৫.৩ ওভার। ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে সিএসকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (CSK vs RCB) জয় কার্যত নিশ্চিত দেখাচ্ছে। ধোনি চেষ্টা করলেন। তবে অসম্ভবকে সম্ভব করতে পারলেন না। তাঁর ব্যাট থেকে চার বেরল, পরপর ২ বলে বিশাল ছক্কা আছড়ে পড়ল গ্যালারিতে। ১৬ বলে ৩০ রানে অপরাজিত রইলেন। ১৯৭ রান তাড়া করতে নেমে সিএসকে আটকে গেল ১৪৬/৮ স্কোরে। দক্ষিণের ডার্বিতে ৫০ রানে জিতল রজত পাতিদার, বিরাট কোহলিদের আরসিবি।

এই জয়ের সুবাদে কিন্তু লিগ তালিকায় এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি, রজত পাতিদারদের আরসিবি। এরপর ২ এপ্রিল গুজরাতের বিরুদ্ধে এ মরশুমের আইপিএলে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আরসিবি। তাঁরা তিনে তিন করতে পারবেন কি না, সেটাই দেখার। 

আরও দেখুন





Source link