ABP Ananda LIVE: ভূমিকম্প ও পরের পর আফটারশকে মায়ানমার, তাইল্যান্ডে মৃত্যুমিছিল । শুধু মায়ানমারেই মৃতের সংখ্যা হাজার ছাড়াল, খবর সংবাদসংস্থা AFP-র মায়ানমার ও তাইল্যান্ড মিলিয়ে ভূমিকম্পে আহতের সংখ্যা দেড় হাজারের বেশি ব্যাঙ্ককে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে নির্মীয়মাণ বহুতল । ১০ জনের দেহ উদ্ধার, শতাধিক ব্যক্তি ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে থাকার আশঙ্কা । ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ১৫ টনের বেশি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে ভারতের তরফে। শুক্রবারই ভূমিকম্পে কার্যত ভগ্নস্তূপে পরিণত হয়েছে মান্দালয়। সুউচ্চ বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। পথে পথে এখন শুধুই ধ্বংসের ছবি। এরই মধ্যে আবারও ধাক্কা। শুক্রবারই স্থানীয় সময় মধ্যরাত নাগাদ আবার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল। যার প্রভাবে কেঁপে উঠছে ভিয়েতনামের হ্যানয় এবং হো চি মিন সিটিও। রাতের ভূমিকম্পে আরও আতঙ্ক ছড়িয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১:৫৬ মিনিটে মায়ানমারে আবারও একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২ । অক্ষাংশ ২২.১৫ উত্তর, দ্রাঘিমাংশ ৯৫.৪১ পূর্ব ) ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। আন্তর্জাতিক ভূকম্পন কেন্দ্রের মতে, ১৯৯০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর মায়ানমার এবং এর আশেপাশে ৩.০ মাত্রার চেয়ে বেশি বা সমান মাত্রার প্রায় ১৪০টি ভূকম্পের ঘটেছে। সুতরাং, এটা স্পষ্ট যে মায়ানমারের দীর্ঘ উপকূল অঞ্চলগুলি ঝুঁকিপূর্ণ এলাকাতেই রয়েছে।