জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালে জোড়া প্রবল ভূমিকম্পে কাঁপল মায়ানমার, তাইল্য়ান্ড-সহ ৫ দেশ। কম্পনের মাত্রা ছিল রিখচার স্কেলে ৭.৭ ও ৬.৪। এখনওপর্য়ন্ত পাওয়া খবর অনুযায়ী মায়ানমারে ভূমিকম্পের ফলে মারা গিয়েছেন ২৫ জন। এদের মধ্য়ে ২০ জনের মৃত্যু হেয়েছে মান্দালয়ে, ৫ জনের মৃত্যু হয়েছে টঙ্গোতে। আহত হয়েছেন বহু। আফটার শকের ফলে আতঙ্ক বেড়েছে বিভিন্ন এলাকায়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
মায়ানমারের পাশাপাশি তাইল্য়ান্ডের ব্যাঙ্ককে ৩ জনের মৃত্যু হয়েছে ও ৮১ জন ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছেন। একটি ৩০ তলা ভবন ভেঙে পড়ার পর তার নীচে চাপা পড়ে যান ওইসব মানুষজন। থাইল্যান্ডের ডেপুটি প্রাইমিনিস্টার ফুমথাম ভেচায়চাই বলেন ওই বহুতল ভেঙে পড়েছে মায়ানমারের ভূমিকম্পের জেরে। উদ্ধারকাজ শুরু হয়েছে। ত্রাণ পৌঁছে গিয়েছে বিভিন্ন এলাকায়। তবে যেভাবে ভূমিকম্প হয়েছে তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন-কথায় কথায় ‘জয় জগন্নাথ’! মা ‘ভক্ত’ ছেলে-ই মায়ের ‘খুনি’! মেরে পুড়িয়ে দেয় বৃদ্ধাকে…
ভূমিকম্পের পর ব্য়াঙ্ককে ভারতীয় হাইকমিশনের তরফে একটি জরুরি নম্বর খোলা হয়েছে। ভারতীয় হাইকমিশনের তরফে বলা হয়েছে থাই সরকারের সঙ্গে পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও ভারতীয় মৃত্যুর কোনও খবর নেই। যাদের আত্মীয়স্বজন থাইল্যান্ডে রয়েছেন তারা 66 618819218 নম্বরে ফোন করে খবর নিতে পারেন।
Bangkok earthquake right now #bangkok #earthquake #bkknews #bkk #แผ่นดินไหว #deprem #myanmar
Myanmar’da 7.7 şiddetinde deprem meydana geldi… pic.twitter.com/9TtEGNutfg
— Night Haber (@NightHaberAjans) March 28, 2025
উল্লেখ্য, শুক্রবার জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার, থাইল্যান্ড-সহ পাঁচ দেশ। এই কম্পন টের পাওয়া যায় বাংলাদেশ ও চিনেও। থাইল্যান্ডের ব্যাঙ্কর প্রবল কম্পনে কেঁপে ওঠে। রাজধানীর একাধিক বহুতল ভেঙে পড়ে। পরিস্থিতি দেখে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে থাইল্যান্ড। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও রেল পরিষেবা।
আরও পড়ুন-আন্দামান সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি! জানিয়ে দিল কেন্দ্র…
মায়ানমারে ৯০ বছরের একটি ব্রিজ ও একটি মসজিদ ভেঙে পড়ে। নিহত হয়েছেন ৩ জন। ইরাবতী নদীর উপরে ওই শতাব্দী প্রাচীন ব্রিজটি ভেঙে পড়ে। বিভিন্ন রাস্তায় ফাটল দেখা গিয়েছে। বহু বাড়িতে এখন হাঁ করে রয়েছে ফাটল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)