NOW READING:
ম্যাচ জিতে ৬ নম্বরে উঠে এল কেকেআর, পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?
March 26, 2025

ম্যাচ জিতে ৬ নম্বরে উঠে এল কেকেআর, পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?

ম্যাচ জিতে ৬ নম্বরে উঠে এল কেকেআর, পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?
Listen to this article


গুয়াহাটি: গতবারের চ্যাম্পিয়ন। এবারের আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের (KKR) সামনে মুকুট রক্ষার লড়াই। আর সেই লড়াইয়ে প্রথম ম্যাচে কি না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে নিজেদের ঘরের মাঠে হারতে হয়েছিল শাহরুখ খান, জুহি চাওলার দলকে!

অবশেষে ঘুরে দাঁড়াল কেকেআর। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে (RR vs KKR) ১৫ বল বাকি থাকতে ৮ উইকেটে দুরমুশ করলেন অজিঙ্ক রাহানেরা। নাইটদের যে জয়ের প্রধান স্থপতি কুইন্টন ডি’কক। ফিল সল্টকে ছেড়ে যাঁকে দলে নিয়েছে কেকেআর। নিলামের টেবিলের সিদ্ধান্ত যে ভুল ছিল না, দ্বিতীয় ম্যাচেই তা প্রমাণ করে দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা। কঠিন পিচে ১৫২ রান তাড়া করতে নেমে ৬১ বলে অপরাজিত ৯৭ রানের বিধ্বংসী ইনিংস। প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটারের ঝলমলে পারফরম্যান্সেই রোশনাই ফিরল নাইট শিবিরে।

এক রয়্যালদের বিরুদ্ধে পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল কেকেআরের। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোও আর এক রয়্যালদের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে জিতে পয়েন্ট টেবিলেও খাতা খুলল কেকেআর। ২ ম্যাচে ২ পয়েন্ট হল নাইটদের। সেই সঙ্গে এক লাফে ১০ দলের টুর্নামেন্টে ৬ নম্বরে উঠে এল কেকেআর। পয়েন্ট টেবিলে প্রোমোশন পেল শাহরুখের নাইট শিবির।

টুর্নামেন্টে দশ দলই অন্তত একটি করে ম্যাচ খেলে ফেলেছে। কেকেআর ও রাজস্থান রয়্যালস খেলল দুটি করে ম্যাচ। ২ ম্যাচের ২টিতেই হেরে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সকলের নীচে, ১০ নম্বরে রাজস্থান। কোচ রাহুল দ্রাবিড়ের সামনে বাকি ম্যাচগুলি অগ্নিপরীক্ষা হতে চলেছে। পয়েন্ট টেবিলে রাজস্থানের মতোই খাতা খুলতে পারেনি আরও তিন দল। লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স – তিন দলই তাদের প্রথম ম্যাচ হেরে গিয়েছে। তবে রান রেট অনুযায়ী লখনউ রয়েছে সাতে, মুম্বই পয়েন্ট টেবিলের আটে ও গুজরাত ৯ নম্বরে।

কেকেআর বুধবারের জয়ের পর ৬ নম্বরে উঠে এল। মজার ব্যাপার হচ্ছে, প্রথম পাঁচে থাকা পাঁচ দলের ঝুলিতেও সমান পয়েন্ট। সব দলই পেয়েছে ২ পয়েন্ট করে। তবে কেকেআর বাকি ৫ দলের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে।

রান রেটের জন্যই শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দুইয়ে আরসিবি। পাঞ্জাব কিংস তিনে। চেন্নাই সুপার কিংস চার নম্বরে। পাঁচে রয়েছে দিল্লি ক্যাপিটালস। সোমবার, ৩১ মার্চ কেকেআরের পরের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

আরও দেখুন



Source link