NOW READING:
বল কওয়ার ধার ধারেন না, অবিলম্বে বিরাট কোহলির জিনিসপত্র ব্যবহার করছেন আরসিবি তরুণরা, দেখুন ভিডিও
March 26, 2025

বল কওয়ার ধার ধারেন না, অবিলম্বে বিরাট কোহলির জিনিসপত্র ব্যবহার করছেন আরসিবি তরুণরা, দেখুন ভিডিও

বল কওয়ার ধার ধারেন না, অবিলম্বে বিরাট কোহলির জিনিসপত্র ব্যবহার করছেন আরসিবি তরুণরা, দেখুন ভিডিও
Listen to this article


নয়াদিল্লি: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে এবারের আইপিএল ২০২৫ (IPL 2025) অভিযান শুরু করেছে ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। দুরন্ত জয়ের পর স্বাভাবিকভাবেই আরসিবির অন্দরমহলে সকলেই দারুণ মেজাজে রয়েছেন। সেই ম্যাচের পর আরসিবির তারকারা মাঠের বাইরে খানিকসময় হাসিঠাট্টা করে কাটান। এক ছোট্ট অনুষ্ঠানে দলের তরুণরা নিজেদের না না কর্মকাণ্ডের কথা বলে সকলের সঙ্গে হাসিমজা করেন। সেখানেই এক রহস্য খোলসা করেন যশ দয়াল (Yash Dayal), রজত পাতিদার (Rajat Patidar)।

যশরা জানান দলের তরুণ ক্রিকেট স্বস্তিক চিকারা না জিজ্ঞেস করে একেবারে সটান বিরাট কোহলির (Virat Kohli) ব্যাগ থেকে তাঁর পারফিউম বের করে নিয়ে ব্যবহার করে ফেলেন। যশ জানান, ‘কলকাতায় আমাদের শেষ ম্যাচের পর আমরা সবাই সাজঘরে বসেছিলাম। ও সোজা গিয়ে বিরাট ভাইয়ের ব্যাগ থেকে একটা পারফিউমের বোতল বের করে করে নেয়। ওঁ (বিরাট কোহলি) কিন্তু বসে রয়েছেন এবং সবটা দেখছিলেন। তারপর সকলেই হেসে উঠে।’ একই সুরে আরসিবি অধিনায়ক রজত পাতিদার জানান, ‘বিরাট ভাই ওখানেই বসেছিলেন। আমি ভাবছি এই ছেলেটা করছেটা কী।’

স্বস্তিক অবশ্য এই অভিযোগের জবাবও দেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘ওঁ আমাদের বড় ভাই হয়, তাই না? তাই আমি দেখছিলাম যে ওঁ যেন খারাপ পারফিউম ব্যবহার না করেন। তাই নিজে খানিকটা ব্য়বহার করে দেখি। আমায় ওঁ জিজ্ঞেসও করে ওটা কেমন। জবাবে আমি বলি বেশ ভালি। ওটা ভাল কি না পরীক্ষা করার জন্যই তো আমি ওটা ব্যবহার করে দেখি।’

 

সেই গত শনিবার, ২২ মার্চ আরসিবি নিজেদের প্রথম ম্যাচ খেলে। তারপর দীর্ঘ প্রতীক্ষা। আবার সামনে শুক্রবার, প্রায় এক সপ্তাহ পরে আরসিবির পরের ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তাই এই লম্বা বিরতির সময়টা বেশ হাসিঠাট্টা, মজা করেই কাটান আরসিবি তারকারা। 

আরও দেখুন





Source link