NOW READING:
Bidhannagar: ৬৭ লাখের প্রতারণা! বিধাননগরে ফের ফেক কল সেন্টারের হদিশ…
March 26, 2025

Bidhannagar: ৬৭ লাখের প্রতারণা! বিধাননগরে ফের ফেক কল সেন্টারের হদিশ…

Bidhannagar: ৬৭ লাখের প্রতারণা! বিধাননগরে ফের ফেক কল সেন্টারের হদিশ…
Listen to this article


নান্টু হাজরা: আন্তর্জাতিক ফেক কল সেন্টারের হদিশ মিলল বিধান নগরে। বিধান নগর পুলিসের যৌথ তল্লাশিতে গ্রেপ্তার তিনজন। উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। প্রায় ৬৭ লাখ টাকার ওপরে উদ্ধার হওয়ার পাশাপাশি ১৪ টি অ্যান্ড্রয়েড ফোন, দুটো নোটবুক, একটি ক্যাশ কাউন্টিং মেশিন, ছয়টি ডেস্কটপ, এছাড়াও চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

বিধান নগর কমিশনারেটের ডিসি ডিডি সোনওয়ান কুলদ্বীপ সুরেশ জানান, গতকালকে বিধাননগর কমিশনারের তরফ থেকে একটি যৌথ তল্লাশি চালানো হয়। বিধাননগর গোয়েন্দা পুলিস সাইবার ক্রাইম এবং বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস যৌথভাবে সেক্টর ফাইভের একটি অফিসে তল্লাশি চালায়। 

আরও পড়ুন: Chinar Park Robbery: আরজি করের ‘ত্রাতা’ CISF জওয়ানই চিনার পার্কে ডাকাত!

সূত্র মারফত খবর পেয়ে সেক্টর ফাইভের ইমাজিন টেক পার্ক বলে একটি বিল্ডিং রয়েছে সেখানে এটি ইন্টারন্যাশনাল ফেক কল সেন্টার চলছে। সেখানে গিয়ে দেখা যায়, সেখানে একটা অফিস সেটআপ করে অফিস চালাচ্ছিল তারা এবং সেখানে দুজন ছিলেন। তাদের ল্যাপটপ এবং ডেস্কটপ দেখার পরে দেখা যায় সেখানে একটা ডায়ালার ছিল সেটা ইউজ করে তারা বিদেশে কল করতো। 

এরপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখা যায় যে ইউএস সিটিজেন-সহ অন্যান্য দেশের বিভিন্ন লোকের ডেটা সেখানে ছিল। এছাড়াও সেখানে লক্ষ লক্ষ লোকের ডেটা ছিল। সেখান থেকে নাম্বার নিয়ে তারা সেই সমস্ত বিদেশি নাগরিকদের ফোন করে টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করত। 

আরও পড়ুন: Sealdah: নজরে মহিলা যাত্রী, শিয়ালদহে লোকাল ট্রেনে নয়া ব্যবস্থা চালুর সিদ্ধান্ত রেলের..

বিদেশি নাগরিকদের কাছ থেকে নেওয়া এই টাকা গিফট কার্ড ও বিটকয়েনের মাধ্যমে নেওয়া হতো। এরপরে সেই টাকা অন্য দেশেতে ঘুরিয়ে তারপরে ক্যাশ করা হতো। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এটি অবিনাশ জাসওয়াল বাগুইআটি থানা এলাকার চিনার পার্কের বাসিন্দা, তার নির্দেশেই চলতো। এরপরেই ওই বাড়িতে রেড করার পর ওর বাড়ি থেকে প্রায় নয় লক্ষ চল্লিশ হাজার টাকা উদ্ধার হয়। এছাড়া বেশ কিছু ডকুমেন্টসও উদ্ধার হয়। এরপরে আবার ওর অফিসে ওকে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ৫৮ লক্ষ টাকা পাওয়া যায়। জানা যাচ্ছে গত তিন মাস ধরে এই প্রতারণা চক্র চালাত সেক্টর ফাইভে অফিস ভাড়া নিয়ে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link