জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্পর্কের টানাপোড়েনে এবার জীবন্ত কবর! স্ত্রীর প্রেমিককে জীবন্ত কবর স্বামীর! সামনে এল আরও এক হাড়হিম ঘটনা। হরিয়ানার রোহতকের এই ঘটনায় আঁতকে উঠছে সবাই। ভাড়াটের সঙ্গে সম্পর্ক স্ত্রীর! প্রেম! ঘনিষ্ঠতাও! তাই স্ত্রী প্রেমিককে ৭ ফুট গভীর গর্তে জীবন্ত কবর দেন স্বামী। ৩ মাস পর উদ্ধার হয়েছে সেই দেহ। আর তারপরই সামনে আসে চাঞ্চল্যকর এই ঘটনা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ভাড়াটের সঙ্গে স্ত্রীর সম্পর্কের কথা জানতে পেরেই চরম সিদ্ধান্ত নেন স্বামী। বন্ধুদের দিয়ে স্ত্রীর প্রেমিককে প্রথমে অপহরণ করান। তারপর পেশায় যোগ প্রশিক্ষক স্ত্রীর প্রেমিককে একটা মাঠের মধ্যে ৭ ফুট গভীর গর্তে জীবন্ত কবর দিয়ে দেন। এই ঘটনা গত ডিসেম্বরের। তখন থেকেই নিখোঁজ ছিলেন জগদীপ নামে ওই যোগা প্রশিক্ষক। তদন্তে নেমে সোমবার পুলিস নিখোঁজ ও মৃত জগদীপের দেহ উদ্ধার করে। এরপরই অভিযুক্ত স্বামী হরদীপকে গ্রেফতার করে পুলিস। তাঁকে দীর্ঘ জেরায় অপরাধ কবুল করেন তিনি। সামনে আসে গোটা ঘটনা।
জানা গিয়েছে, রোহতকের বাবা মাস্তনাথ ইউনিভার্সিটিতে যোগা শেখাতেন জগদীপ। হরদীপদের বাড়ির একটি অংশে ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। সেইসময়ই হরদীপের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। যুগলের ঘনিষ্ঠতা চোখ এড়ায়নি হরদীপের। এরপরই বন্ধুদের দিয়ে জগদীপকে অপহরণ করিয়ে তাঁকে রোহতকের চারখি দাদরির পন্তবাস গ্রামের মাঠে একটি পরিত্যক্ত কুয়োর ৭ ফুট গভীর গর্তে ফেলে দেন। ২৪ ডিসেম্বর জগদীপ যখন কাজ থেকে ফিরছিলেন, তখনই তাঁকে অপহরণ করা হয়।
মুখ এমনভাবে বেঁধে দেওয়া হয়েছিল, যাতে তিনি চিৎকারটুকু পর্যন্ত করতে না পারেন। তারপর তাঁকে ওই গভীর গর্তে ফেলে দিয়ে, উপর থেকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। জীবন্ত কবর দেওয়া হয় জগদীপকে! এদিকে তাঁর কোনও খোঁজখবর না পেয়ে, খুনের ১০ দিন পর ৩ জানুয়ারি আদতে ঝাজ্জর জেলার মানদোথি গ্রামের বাসিন্দা জগদীপের নামে মিসিং ডায়েরি করে তাঁর পরিবার।
আরও পড়ুন, Meerut Husband Murder Update: WATCH | সাহিলকে জড়িয়ে মুসকান, উদ্দাম নাচ! ভাইরাল কাসোলে ‘রক্ত-হোলি’র দ্বিতীয় ভিডিয়ো…
আরও পড়ুন, Deadly love affairs killings: ১৫ থেকে ৩৫ টুকরো! ড্রাম-সিমেন্ট থেকে ফ্রিজ-সেদ্ধ! হাড়হিম ৮ হত্যা, শিউরে উঠেছে গোটা দেশ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)