NOW READING:
WATCH | Sanjiv Goenka | IPL 2025: ‘প্লেয়াররা এখন কর্পোরেট স্লেভ’! সাজঘরে কেন গোয়েঙ্কা? নেটিজেনদের কটাক্ষের প্রলয়…
March 26, 2025

WATCH | Sanjiv Goenka | IPL 2025: ‘প্লেয়াররা এখন কর্পোরেট স্লেভ’! সাজঘরে কেন গোয়েঙ্কা? নেটিজেনদের কটাক্ষের প্রলয়…

WATCH | Sanjiv Goenka | IPL 2025: ‘প্লেয়াররা এখন কর্পোরেট স্লেভ’! সাজঘরে কেন গোয়েঙ্কা? নেটিজেনদের কটাক্ষের প্রলয়…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) টিম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants), চলতি আইপিএলের (IPL 2025) প্রথম ম্যাচেই হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (DC vs LSG, IPL 2025)। অক্ষর প্যাটেলের টিম, বিশাখাপত্তনমের ওয়াইএসআর স্টেডিয়ামে ঋষভ পন্থদের ( Rishabh Pant) তিন বল হাতে রেখে এক উইকেটে হারিয়েছে আশুতোষ শর্মা এবং বিপরাজ নিগমের (Ashutosh Sharma And Vipraaj Nigam) জোড়া ফলায়। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

প্রায় জেতা ম্যাচ লখনউ মাঠে রেখে এসেছিল। খেলার পর জোড়া ঘটনা ঘটে গিয়েছে, যা নিয়ে নেটপাড়ায় বিস্তর চর্চা চলছে এখনও। কেএল রাহুলের পরিবর্তে এবার লখনউয়ের নেতৃত্ব টি-২০ বিশ্বকাপ জয়ী ঋষভ পন্থের কাঁধে। রাহুল চলে এসেছেন দিল্লিতে। যদিও প্রথম সন্তানের বাবা হওয়ায় রাহুল কিন্তু লখনউয়ের বিরুদ্ধে খেলেননি। হয়তো পরের ম্যাচ থেকে তাঁকে নতুন দলের জার্সিতে দেখা যাবে। এবার আসা যাক মূল ঘটনায়।

হারের পরে এলএসজি মালিক গোয়েঙ্কার সঙ্গে পন্থের কথোপকথনের ছবি ভাইরাল হয়ে যায়। গোয়েঙ্কা-পন্থের অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছিল যে, মোটেই তাঁরা সুখকর আলোচনায় ছিলেন না। গতবছর কেএল রাহুলের সঙ্গে পন্থের আলোচনার পর ঠিক যে রকম ঝড় উঠেছিল নেটপাড়ায়। এবারও ঠিক তেমনই ঘটল। আইপিএল অনুরাগীরা অবিলম্বে সেই ঘটনার সঙ্গে জুড়েছেন এবারের ঘটনাকে। অনেকের মতেই রাহুল-গোয়েঙ্কার সেই ‘বিবাদ’ই ছিল রাহুলের লখনউ ছাড়ার কারণ। 

এখানেই শেষ নয়, খেলার পর ড্রেসিংরুমে গোয়েঙ্কা এসেছিলেন টিমকে পেপ-টক দিতে। সেই ভিডিয়ো এলএসজি শেয়ার করেছে। কিন্তু দলের মালিককে সাজঘরে দেখে নেটপাড়ায় দাউদাউ করে আগুন জ্বলছে। অনেকের মতে কেন গোয়েঙ্কা আসবেন সাজঘরে! এটা তো ক্রিকেটারদের জায়গা। যদিও কেউ কেউ আবার গোয়েঙ্কার পাশেই। তাঁদের মতে ড্রেসিংরুমে মালিকের আসায় কোনও বাধা নেই। তিনি আসতেই পারেন। আমার এক নেটিজেন লিখেছেন, ‘প্লেয়াররা এখন কর্পোরেট স্লেভ’! বাংলায় যার মানে করলে দাঁড়ায় খেলোয়াড়রা এখন কর্পোরেট দাস। ২০২২ সাল থেকে লখনউয়ের অধিনায়ক ছিলেন রাহুল। তবে গোয়েঙ্কার দল তাঁকে ধরে রাখেনি। রাহুলকে লখনউ ছেড়ে দেওয়ায়, ভারতীয় তারকা আইপিএল নিলামে নিজের নাম তুলছিলেন। পার্থ জিন্দালের দিল্লি রাহুলকে ১৪ কোটি টাকায় দলে নিয়েছে।

আরও পড়ুন: হামজা যত গর্জালেন তত বর্ষালেন না! গোলের সহজ সুযোগ নষ্ট সুনীলদের…

আরও পড়ুন:  ‘টুটা হ্যায় গাব্বা কা ঘামান্ড?’ মুছে যাচ্ছে ঐতিহাসিক স্টেডিয়াম! আজ ভাষাহীন বাইশ গজ

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link