NOW READING:
রপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল রবীন্দ্রভারতী,উপাচার্যর ঘরে তালা লাগাল TMCP
March 26, 2025

রপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল রবীন্দ্রভারতী,উপাচার্যর ঘরে তালা লাগাল TMCP

রপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল রবীন্দ্রভারতী,উপাচার্যর ঘরে তালা লাগাল TMCP
Listen to this article



<p>ABP Ananda LIVE:&nbsp; উত্তাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস । উপাচার্যর ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ টিএমসিপির । রাজ্য়পাল নিযুক্ত অস্থায়ী উপাচার্যকে অপসারণের দাবিতে বিক্ষোভ । বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির ।</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>সম্প্রতি নেতাজি ইন্ডোরের এক অনুষ্ঠানে এনিয়ে প্রসঙ্গ তুলেছিলেন&nbsp;<a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/mamata-banerjee" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>। তারপরেই দেশের বিভিন্ন জায়গা থেকে ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু প্রকাশ্য়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা হচ্ছিল। জাতীয় কমিশন এটা গ্রহণ করে নিয়েছিল, যে এমন ডুপ্লিকেট নাম্বার হয়েছে।কিন্তু ডুপ্লিকেট নাম্বার থাকার মানেই এই নয়, সেটা ভুয়ো ভোটার। সেটা প্রকৃতই একজন ভোটার, এটা নির্বাচন কমিশন বলেছিল। ক্রমশই চাপ বাড়ছিল , নির্বাচন কমিশনের উপর।</p>
<p>মূলত মুখ্য়মন্ত্রী &nbsp;মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে। রাজ্য়সভার সাংসদ &nbsp;বিজেপি নেতা &nbsp;শমীক ভট্টাচার্য বলেন, বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।’তেনাদে’র নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য় থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালভাবে তুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।</p>



Source link