NOW READING:
রামনবমীতে কেকেআরের ম্যাচ আয়োজন ঘিরে ধোঁয়াশা, সিএবিকে চিঠি লালবাজারের
March 19, 2025

রামনবমীতে কেকেআরের ম্যাচ আয়োজন ঘিরে ধোঁয়াশা, সিএবিকে চিঠি লালবাজারের

রামনবমীতে কেকেআরের ম্যাচ আয়োজন ঘিরে ধোঁয়াশা, সিএবিকে চিঠি লালবাজারের
Listen to this article


সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: এবার রামনবমীতে কাঁটা আইপিএল (IPL 2025)? পর্যাপ্ত পুলিশ না থাকায় কারণে সিএবিকে চিঠি লালবাজারের। খেলার দিন পরিবর্তনের জন্য সিএবিকে (CAB) চিঠি লালবাজারের। ৬ এপ্রিল ইডেনে আইপিএলের ম‍্যাচ অন্য দিন করার আবেদন জানিয়ে সিএবিকে চিঠি লালবাজারের।

৬ এপ্রিল রামনবমী উপলক্ষ্যে শহরে একাধিক জায়গায় পুজো ও মিছিল। রামনবমী উপলক্ষ্যে শহরের একাধিক জায়গায় মোতায়েন থাকবে পুলিশ ফোর্স। ‘ওই দিন ম‍্যাচ অনুষ্ঠিত হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না’, লালবাজার সূত্রে খবর। 

আরও দেখুন



Source link