সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: এবার রামনবমীতে কাঁটা আইপিএল (IPL 2025)? পর্যাপ্ত পুলিশ না থাকায় কারণে সিএবিকে চিঠি লালবাজারের। খেলার দিন পরিবর্তনের জন্য সিএবিকে (CAB) চিঠি লালবাজারের। ৬ এপ্রিল ইডেনে আইপিএলের ম্যাচ অন্য দিন করার আবেদন জানিয়ে সিএবিকে চিঠি লালবাজারের।
৬ এপ্রিল রামনবমী উপলক্ষ্যে শহরে একাধিক জায়গায় পুজো ও মিছিল। রামনবমী উপলক্ষ্যে শহরের একাধিক জায়গায় মোতায়েন থাকবে পুলিশ ফোর্স। ‘ওই দিন ম্যাচ অনুষ্ঠিত হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না’, লালবাজার সূত্রে খবর।
আরও দেখুন