নয়াদিল্লি: আইপিএলে অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) রেকর্ড কিন্তু দুরন্ত। অতীতে দিল্লি ক্য়াপিটালস তাঁর তত্ত্বাবধানে আইপিএলের ফাইনাল খেলেছিল। গত বছর নেতা শ্রেয়সই কেকেআরকে তৃতীয় আইপিএল খেতাব এনে দিয়েছেন। এবার নতুন মরশুমে (IPL 2025) শ্রেয়সের সামনে নতুন চ্যালঞ্জ। পাঞ্জাব কিংসকে (Punjab Kings) সাফল্য এনে দেওয়া।
হাতেগোনা যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি কোনদিন খেতাব জিতেনি, সেইগুলির অন্যতম হল পাঞ্জাব। শ্রেয়স মরশুম শুরুর আগেই কিন্তু প্রতিপক্ষদের কার্যত খানিক হুঁশিয়ারিই দিয়ে রাখলেন। তিনি সাফ জানিয়ে দিলেন নিলামে পাঞ্জাব তাঁকে দলে নেওয়ার পর থেকেই খেতাব জয়ের চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলেন বলে শ্রেয়সের।
তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘নিলামে দল আমায় কেনার পর থেকেই আমি নির্ধারণ করে ফেলি যে খেতাব না জিততে পারা পাঞ্জাবকে আমি সাফল্য এনে দেব। ট্রফি তুলব। এটা হলে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা হবে। আমি সমর্থকদের আনন্দ দিতে চাই। চাই যে ওরা যেন ট্রফি জয়টা উদপাযন করতে পারে। মরশুম শেষে একটা পাঞ্জাবি সেলিব্রেশন হলে কিন্তু বিষয়টা বেশ ভালই হয়।’
আরও দেখুন