NOW READING:
Jadavpur University: যাদবপুরকাণ্ডে বাড়ছে উত্তাপ, গ্রেফতার আরও ১, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি পড়ুয়াদের
March 18, 2025

Jadavpur University: যাদবপুরকাণ্ডে বাড়ছে উত্তাপ, গ্রেফতার আরও ১, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি পড়ুয়াদের

Jadavpur University: যাদবপুরকাণ্ডে বাড়ছে উত্তাপ, গ্রেফতার আরও ১, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি পড়ুয়াদের
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাদবপুরকাণ্ডে চড়ছে উত্তাপ। বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের জেরে ১৬ জন পড়ুয়াকে তলব করেছিল পুলিস। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, পুলিসি হেনস্থার অভিযোগে যাদবপুর থানার সামনে শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ। গ্রেফতার করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া সৌপ্তিক চন্দ্রকে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এনিয়ে প্রবল বিক্ষোভ হয় বিশ্ববিদ্যালয়ে। অগ্নিকাণ্ড ঘটে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’-র অফিসে। সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার জেরে থানায় ডেকে পাঠানো হয় সৌপ্তিককে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। থানার সামনে তারা স্লোগান দিতে থাকেন। পাল্টা তাদের অভিযোগ, তাদের কথা শুনছে না পুলিস।

আরও পড়ুন-ডাক্তাররা ফেল, কানের যন্ত্রণায় রাতে ঘুম নেই দিনের পর দিন! হতাশায় চিরঘুমে সাথী…

ছাত্রছাত্রীদের বক্তব্য, সম্পূর্ণ মিথ্যে মামলা রুজু করা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে। পড়য়াদের আইজীবী জানিয়েছেন ওই গ্রেফতারির বিরুদ্ধে তারা হাইকোর্টে যাবেন। অনির্বাণ সাধুখাঁ নামে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন- ডাক্তাররা ফেল, কানের যন্ত্রণায় রাতে ঘুম নেই দিনের পর দিন! হতাশায় চিরঘুমে সাথী…

প্রসঙ্গত, এখনওপর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ওইসব পড়ুয়াদের যতক্ষণ না পর্যন্ত ছেড়ে দেওয়া হচ্ছে এবং পড়ুয়াদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না মামলা তুলে নেওয়া হচ্ছে ততদিন পড়ুয়ারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে পড়ুয়ারা।

উল্লেখ্য, গত ১ মার্চ ওয়েবকুপার সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওই সম্মেলনে যোগ দিতে এসে বিক্ষোভের  মুখ পড়েন  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তার গাড়ির সামনে পড়ে আহত হন এক পড়ুয়া। পাশাপাশি শিক্ষাবন্ধু-র অফিসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link