<p><strong>অমিত জানা এবং অমিতাভ রথ, কলকাতা:</strong> আগেই জানান দিয়েছিল আবহাওয়া দফতর। ফের পূর্বাভাসা মিলিয়েই সপ্তাহের শুরুতেই ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়। সন্ধ্যার পরেই শুরু হল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। কোথাও আবার শিলাবৃষ্টি। গতকালের ধারাই বজায় থাকলও আজও। বলা ভাল গতকালের থেকেও আজ বড় আকারের শিল পড়েছে বাংলার মাটিতে ! তবে সেভাবে শিলাবৃষ্টি বা ঝড় না হলেও, দু এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতাতেও।</p>
<p>তীব্র গরমের হাত থেকে ঝাড়গ্রামের মানুষজন স্বস্তির নিঃশ্বাস সোমবার সন্ধ্যায়। কাঠফাঁটা গরমে বিগত কয়েকদিনে মানুষের নাজেরহাল অবস্থা। বৃষ্টির অপেক্ষায় মানুষের তীর্থের কাকের মতো অবস্থা ছিল। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে ঝড় হাওয়ার সাথে টানা বৃষ্টি শুরু হয়। জানা গিয়েছে, নারায়ণগড়ে শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া এবং একাধিক গাছ উল্টে পড়েছে জাতীয় সড়কে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে সন্ধ্যা হওয়ার পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের বিভিন্ন অংশে শুরু হল বৃষ্টি। বৃষ্টির পূর্বে শুরু হয় ঝোড়ো হাওয়া। সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টি দেখা মিলেছে।বেশ কয়েকদিন ধরে শুরু হওয়া চৈত্রের চাঁদিফাটা রোদ্দুরের জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছিলেন সবজি চাষীরা। তবে বৃষ্টির জেরে সবজি চাষিরা উপকৃত হন। </p>
<p> প্রসঙ্গত, ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষজন। সূর্য মধ্যগগনের দিকে এগোতে শুরু করলেই বাড়ির বাইরে পা দেওয়া দায় হয়ে উঠছে। শুধু চড়া রোদই নয়, সঙ্গে তাপপ্রবাহের জেরে চরম কষ্ট আর আর্দ্রতাজনিত অস্বস্তি। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারছেন না মানুষজন। চরম সমস্যায় ঝাড়গ্রামবাসী। ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্ৰি সেলসিয়াসের কাছাকাছি।তীব্র গরম আর তাতেই একেবারে নাজেহাল হয়ে উঠেছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। কার্যত গলদঘর্ম অবস্থা। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও <a title="তাপপ্রবাহ" href="https://bengali.abplive.com/topic/heat-wave" data-type="interlinkingkeywords">তাপপ্রবাহ</a>ের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। </p>
<p>আরও পড়ুন, <a title="গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার BJP কর্মী ! ‘ঘরের বাইরে যেতেই রাতের অন্ধকারে..’" href="https://bengali.abplive.com/district/north-24-paraganas/habra-news-molestation-charges-bjp-worker-arrested-1125487" target="_self">গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার BJP কর্মী ! ‘ঘরের বাইরে যেতেই রাতের অন্ধকারে..'</a></p>
<p>বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের পূর্বভাস। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। দু এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ,পূর্ব বর্ধমান ,পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।</p>
<p> </p>
Source link
পূর্বাভাস মতোই আজ সন্ধেয় ঝড়-বৃষ্টির সাক্ষী দক্ষিণবঙ্গের কিছু জেলা, সঙ্গ দিল শিলাবৃষ্টি
