# Tags
#Blog

বাড়ি ফেরার ৫ দিনের মাথায় অবশেষে অনুব্রত-সাক্ষাতে কাজল

বাড়ি ফেরার ৫ দিনের মাথায় অবশেষে অনুব্রত-সাক্ষাতে কাজল
Listen to this article


বোলপুর : নানা জল্পনা, নানা চর্চা। অবশেষে অনুব্রত মণ্ডল-সাক্ষাতে কাজল শেখ। বোলপুরে তৃণমূলের জেলা অফিসে অনুব্রত-কাজল বৈঠক হল এদিন। অনুব্রত বাড়ি ফেরার ৫ দিনের মাথায় সাক্ষাৎ বীরভূমের জেলা সভাধিপতির।

বীরভূমের রাজনীতিতে অনুব্রত-কাজলের সম্পর্ক বরাবরই অম্লমধুর ! অনুব্রতর অনুপস্থিতিতে কাজল শেখকে জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য় করা হয়। জেলা পরিষদের সভাধিপতিও হয়েছেন তিনি ! মঙ্গলবার, বীরভূমে নিজের বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল। তাৎপর্যপূর্ণভাবে সেদিন রাতেই, নানুরের বাসাপাড়ায় নিজের এলাকায় ফেরেন অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা কেরিম খানও।

বাসাপাড়া এলাকায় অজয়ের ধারে একাধিক বেআইনি বালি খাদান রয়েছে। অভিযোগ ছিল, এই সমস্ত খাদানের নিয়ন্ত্রণ করতেন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত কেরিম খান। কিন্তু কেষ্ট জেলে যেতেই, কাজল শেখ কেরিমকে কার্যত এলাকাছাড়া করেন বলে অভিযোগ। বাসাপাড়ার দখলের পাশাপাশি, এলাকার বালি খাদানের নিয়ন্ত্রণও কাজল শেখের হাতে চলে যায় বলে দাবি। কিন্তু, মঙ্গলবার অনুব্রতর কামব্যাকের পরই, এলাকায় মিছিল করে স্বমহিমায় ফিরে আসেন কেরিম খান। 

এরপরই, বুধবার পার্টি অফিসে বক্তব্য় রাখতে গিয়ে রীতিমতো হুঙ্কার দিতে শোনা যায় কাজল শেখকে। তিনি বলেন, ‘আমি পঞ্চায়েতের পার্সেন্টেজ খেতে আসিনি। আমি নদীর বালি তুলে খেতে আসিনি। লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি আমি। যদি বাঁকা পথে চল, সোজা পথে আনার রাস্তা আমাদের জানা আছে। রাজ্য নেতৃত্বের কাছে সব খবর সময়মতো পৌঁছে যাচ্ছে। পাঙ্গা নিতে এস না, আমি চুড়ি পরে বসে নেই। অনেক ঘাটের এই জল পেটে আছে। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি সব খেলা খেলতে জানি। দাবা খেলাও খেলতে জানি, হাডুডুও খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে লাভ হবে না বন্ধু। 

এখানেই প্রশ্ন উঠতে শুরু করে, কাকে নিশানা করেন কাজল শেখ ? কার উদ্দেশ্য়ে এই হুমকি-হুঁশিয়ারি বীরভূম পরিষদের সভাধিপতির ? বিতর্কের মুখে সম্পর্কের সমীকরণের ব্য়াখ্য়া দিয়েছেন কাজল শেখ। তিনি বলেন, বীরভূম জেলায় অন্য ধরনের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, কাজল-কেষ্ট দ্বন্দ্ব। কেষ্ট মণ্ডল আমার অভিভাবক। তাঁর হাত ধরে আমার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। তাঁর পরিবারের সদস্য আমি। আমার সঙ্গে দূরত্বটা কোথায়? 

কাজল শেখ মুখে বলছেন, অনুব্রত তাঁর অভিভাবক। যদিও বুধবার বোলপুরে জেলা পার্টি অফিসে অনুব্রতর ডাকা বৈঠকে গরহাজির ছিলেন তিনি। এরপর অবশ্য আজ তাঁদের সাক্ষাৎ হয়।  প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের জামিনের খবরে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ মিষ্টি বিলি করেছিলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal