দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ কাটবে কবে? পুজোতেও বৃষ্টি?

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দিনভর বৃষ্টিতে ভিজছে কলকাতা (Kolkata Weather Update) ও আশেপাশের এলাকা। বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গেও (North Bengal)। কেমন থাকবে আজ বাকি দিনের আবহাওয়া? সামনেই দুর্গাপুজো (Durga Puja Weather Update), তখনই বা কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?

কেমন থাকবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানাচ্ছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বেশ কিছু জেলায় আবহাওয়ার উন্নতি হতে পারে। যদিও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের বেশ কিছু জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। শনিবার ও রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হতে পারে। বৃষ্টির সম্ভাবনাও কম থাকবে। 

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আজও প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই চার জেলায়। সেই সঙ্গে কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে উত্তরবঙ্গেও। তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে। 

দুর্গাপুজোয় কি বৃষ্টিতে ভিজবে উৎসব মুখর বাংলা?

আবহাওয়া দফতর সূত্রে খবর, দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে। ভারতের মৌসম ভবন জানিয়েছে, অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে। বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা। 

আরও পড়ুন: Mamata Banerjee: ১২০০০ পুলিশ নিয়োগের ঘোষণা মমতার, একইসঙ্গে প্রশিক্ষণ ও ডিউটি, RG করের পরও এমন সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন

এছাড়াও সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা, মাঝারি, কখনও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অক্টোবর মাসের ১৫ তারিখের পর বৃষ্টি কমতে পারে। বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন


Source link

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *