রানা দাস, কাটোয়া: কাটোয়ায় শাড়ির দোকানে গিয়ে আক্রান্ত মহিলা চিকিৎসক। অভিযোগ, চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করার প্রতিবাদ করায় মেরে আঙুল ভেঙে দেওয়া হয়েছে। অভিযুক্ত দোকান মালিকের স্ত্রী। আক্রান্ত চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন।
দোকানে আক্রান্ত মহিলা চিকিৎসক: কাটোয়ায় (Katwa) শাড়ির দোকানে গিয়ে আক্রান্ত মহিলা চিকিৎসক। জামা বদলাতে গেলে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিবাদ করায় মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে। গতকাল কাটোয়া স্টেশন রোডের শাড়ির দোকানে জামা বদলাতে যান কাটোয়া মহকুমা হাসপাতালের ওই চিকিৎসক। তাঁর অভিযোগ, জামা দেখার জন্য ভাঁজ খুলতেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন দোকান মালিকের স্ত্রী। ঘটনা প্রতিবাদ করেন ওই চিকিৎসক। অভিযোগ এরপরই চিকিৎসককে মারধরও করা হয়। মারধরের জেরে হাতের কড়ে আঙুল ভেঙে যায় চিকিৎসকের। মাটিতে ফেলে মারধর করার জেরে আঘাত লাগে বলে অভিযোগ। কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত চিকিৎসক। কাটোয়া থানায় মারধরের অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্ত মহিলাকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করেছেন দোকান মালিক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Durga Puja 2024: মণ্ডপের মধ্য়ে স্লোগান উঠলে কী হবে ভূমিকা? পুজো-প্রস্তুতি বৈঠকে আরজি কর প্রসঙ্গ
আরও দেখুন