আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, বিচারের দাবিতে দিকে দিকে পথে নামল নাগরিক সমাজ। বিভিন্ন পেশার মানুষজনের পাশাপাশি মহানাগরিক গর্জনে সামিল হতে দেখা গেল বিশিষ্টজনেদেরও।
৯ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বর, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর ৪৫ দিন পার। কবে ধরা পড়বে এই নারকীয় কাণ্ডের দোষীরা? এই প্রশ্ন তুলে ফের পথে নামল নাগরিক সমাজ। দক্ষিণের বেহালা থেকে খাস কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, গড়িয়াহাট থেকে যাদবপুর, ফের স্লোগান-বিক্ষোভে মুখরিত হল রাজপথ। দ্রুত বিচারের দাবিতে গর্জে উঠলেন শিল্পী থেকে সাধারণ মানুষ।
নিজেদের শিল্পসৃষ্টিকে হাতিয়ার করে রবিবার রাসবিহারীর তপন থিয়েটারে একসঙ্গে প্রতিবাদে সামিল হলেন চিত্রশিল্পী থেকে সঙ্গীতশিল্পী, নাট্যব্যক্তিত্ব থেকে অভিনেতা ও পরিচালকেরা।