ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: জুনিয়র ডাক্তারদের দাবিতে মান্যতা। অবশেষে রামপুরহাট মেডিক্যালে (Rampurhat Multi Specialist Hospital) বসল স্থায়ী ক্যাম্প। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় সর্বক্ষণ ডিউটিতে থাকবেন ৩১ পুলিশকর্মী। পরে ফোর্স আরও বাড়বে বলে খবর।
মেডিক্যাল কলেজের নিরাপত্তা: জুনিয়র ডাক্তারদের দাবি মেনে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল স্থায়ী পুলিশ ক্যাম্প। হাসপাতাল চত্বরের নার্সিং কলেজ বিল্ডিংয়ের নিচের তলায় এই ক্যাম্প চালু করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন থাকবেন দু’জন অফিসার, মহিলা পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার। সবমিলিয়ে সংখ্যাটা ৩১। পরবর্তী ক্ষেত্রে ফোর্স আরও বাড়বে।
রামপুরহাট মেডিক্যালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ তুলে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে একাধিকবার. চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। মাস দুয়েক আগে হাসপাতালের ওয়ার্ডে ঢুকে কয়েক লক্ষ টাকার ওষুধ, ইঞ্জেকশন নষ্ট ও চিকিৎসকদের মারধর করা হয়। সেই সময় পুলিশ লাঠিচার্জ করে। গ্রেফতারও করা হয় কয়েকজনকে।যার জেরে নিরাপত্তার অভাব বোধ করেন জুনিয়র চিকিৎসকরা। কলেজ কর্তৃপক্ষের কাছে পুলিশ ক্যাম্প করার দাবি জানিয়ে ডেপুটেশনও দেন। মেডিক্যাল কর্তৃপক্ষও ক্যাম্পাসে স্থায়ী ক্যাম্প চেয়ে চিঠি দেয়। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার সেই দাবি আরও জোরাল হয়। এই দাবি ও তিলোত্তমার বিচার চেয়ে কর্মবিরতি রেখে অবস্থান বিক্ষোভে বসেন। শেষমেশ সেই দাবিকে মান্যতা দিয়ে বাড়ানো হল নিরাপত্তা।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ অংশ জলের তলায়। খাবার, জলের চরম সঙ্কট দেখা দিয়েছে। এই অবস্থায় দুর্গতদের পাশে দাঁড়াতে পাঁশকুড়া যাচ্ছে আর জি কর মেডিক্যালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশ। শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী নিয়ে জলমগ্ন এলাকায় যাচ্ছেন তাঁরা। আর জি কর মেডিক্যালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশপাশি এই এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ। পানীয় জল, খাবারের সঙ্গে ওষুধও নিয়ে যাচ্ছেন তাঁরা। জলমগ্ন এলাকায় চিকিৎসা পরিষেবাও দেবেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bankura Flood: ‘আগে আসেন নি কেন?’ বন্যা কবলিত এলাকায় বিক্ষোভের মুখে BJP বিধায়ক
আরও দেখুন