কলকাতা: আরজি কর কাণ্ডে বিচার চেয়ে আন্দোলন জারি রেখেছে চিকিৎসকেরা। বৈঠকে বসতে চেয়ে ইতিমধ্যেই মুুখ্যসচিবকে ফের ইমেল করেছে জুনিয়র ডাক্তাররা। কারণ তাঁদের বক্তব্য, ‘চতুর্থ ও পঞ্চম দাবি এখনও পূরণ হয়নি। হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সরকারি মেডিক্যাল কলেজগুলি থ্রেট কালচার বন্ধ করতে হবে।’ যদিও এহেন পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘জুনিয়র ডাক্তারদের দাবি মেনেছে সরকার। এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম দিন থেকে, আমি নিরাপত্তা দিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি। হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে, সুপ্রিম কোর্টে জানিয়েছে সরকার। আশা করা যায়, ১৪ দিনের মধ্যে সব জায়গায় সিসিটিভি বসানো হয়ে যাবে। ডাক্তারদের দাবিকে সম্মান জানিয়ে সিপি ও স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের সরানোও হয়েছে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘সিবিআই-কে নিশ্চিত করতে হবে, কোনও অপরাধী যেন ছাড়া না পায়। যত দ্রুত সম্ভব অপরাধীদের সাজার ব্যবস্থা করতে হবে। যদিও রেকর্ড বলছে, গত ১০ বছরে সিবিআই কোনও তদন্তই শেষ করতে পারেনি। বিচারে দেরি মানে, বিচার থেকে বঞ্চিত হওয়া, পোস্ট অভিষেকের ।
আরও পড়ুন, ‘পুজোর মুখে বন্যা পরিস্থিতি..’ ! ভাসতে পারে এই গ্রামগুলি, ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়ল DVC
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন