NOW READING:
অনেক অসম্মান করছেন আপনারা, আন্দোলনকারী ডাক্তারদের বললেন মুখ্যমন্ত্রী
September 14, 2024

অনেক অসম্মান করছেন আপনারা, আন্দোলনকারী ডাক্তারদের বললেন মুখ্যমন্ত্রী

অনেক অসম্মান করছেন আপনারা, আন্দোলনকারী ডাক্তারদের বললেন মুখ্যমন্ত্রী
Listen to this article


কলকাতা: আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বনাম আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের স্নায়ুর যুদ্ধ অব্যাহত। শর্ত দিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক্তাররা, ভিতরে আসতে অনুরোধ মুখ্যমন্ত্রীর (RG Kar Protest)। নারাজ চিকিৎসকেরা।

যদিও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময় পাল্টা আক্রমণও করলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আপনারা যদি মিটিং না করেন তাহলে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। তিনদিন আমি ২ ঘণ্টা করে অপেক্ষা করেছি। আমি যার জন্য আপনাদের কাছে নিজে থেকে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আসলে তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাইবোনেরা আমার। তোমরা মানুষের স্বার্থে এসো। আমার সঙ্গে মিটিং না করতে পারো, তোমরা এক কাপ চা খেয়ে যাও। তোমাদের মিনিটস আমরা করে দেব। মিটিংয়ের মিনিটস করে দেব পুরো। ভিডিওটা আমি আজকে দিতে পারব না, আমি মিনিটস করে দেব। তোমরা ঠিক করো। তোমরা কেউ যদি আসতে চাও, যারা যারা আসতে চাও এসো।’

চিকিৎসকদের আন্দোলনকে সম্মান করেন, জানিয়েছেন মমতা। বলেছেন, ‘তোমরা ছোট, আমি বড়। কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক। আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। আমি জানি না কারা এর মধ্যে রয়েছো কারা নেই। আমি তোমাদের বলব, ফরগেট পলিটিক্স। মানুষের স্বার্থে এসো।’

মমতা আরও বলেন, ‘তা সত্ত্বেও তোমরা ছোটরা এসেছো। আমি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। তোমরা এসেছো। যদি মিটিং করতে ইচ্ছে না করে, তোমরা এক কাপ চা খেয়ে যাও। এবং দরকারে তোমরা যারা ভিজেছো, আমার কাছে জামাকাপড় রয়েছে, দিয়ে দিচ্ছি। তোমরা ভিজো না। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সঙ্গে কথা বলবে বলেছিলে বলেই তোমাদের ডাকা। দেখো আজকে আমি যাওয়ার পর অনুরোধ তোমাদের তরফ থেকে এসেছিল। সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা ছিল না। আমরা লিখিনি, তোমরাও লেখোনি।’     

আরও পড়ুন: পুরুষ-নারী বিভেদ দূর হোক, মহিলাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ মহম্মদ শামির

আরও দেখুন



Source link