DYFI নেতা কলতান গ্রেফতার হতেই প্রশ্ন কুণালের, ‘বিরোধীদের অডিও বেরোলে চক্রান্ত?..’
![DYFI নেতা কলতান গ্রেফতার হতেই প্রশ্ন কুণালের, ‘বিরোধীদের অডিও বেরোলে চক্রান্ত?..’ DYFI নেতা কলতান গ্রেফতার হতেই প্রশ্ন কুণালের, ‘বিরোধীদের অডিও বেরোলে চক্রান্ত?..’](https://i0.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/14/e3479ec06dd0a9d464dfbed2543d764c1726297380704484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
কলকাতা: আরজিকরের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঢেউ চারিদিকে। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই ৫দিনে ডাক্তারদের মিশন স্বাস্থ্যভবন। ‘জুনিয়র ডাক্তারদের উপর হামলার ষড়যন্ত্র চলছে’ ! এহেন পরিস্থিতির মধ্য়েই সামনে আসে একটি ভাইরাল অডিও। যদিও এই ভাইরাল অডিও -এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আর সেই ভাইরাল অডিও কাণ্ডেই এবার গ্রেফতার DYFI নেতা কলতান দাশগুপ্ত।ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার কলতান। গতকালই এই ঘটনায় হালতু থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাসকে। অডিও ক্লিপ প্রকাশ করে ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ করেন কুণাল ঘোষ। এদিকে কলতান দাশগুপ্তের গ্রেফতারিতে সুজন চক্রবর্তী একহাত নিয়েছেন শাসকদলকে। ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। আর এরপরেই বড় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে যা বলবেন, দেখাবেন, সব সত্যি! আর বিরোধীদের অডিও বেরোলে সেটা চক্রান্ত?’ সোশ্যাল পোস্টে কুণালের আরও দাবি, অডিও তো ওদের শিবির থেকেই বাইরে। সুজনদারা বলুন, গলা কলতানের কিনা? সরকারকে বিপাকে ফেলতে জুনিয়র ডাক্তারদের ধর্নায় অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত। তাঁদের চক্রান্ত ফাঁস বলে রাগ।’
আরও পড়ুন, ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার DYFI নেতা কলতান
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন