Recruitment Scam News: জীবনকৃষ্ণ সাহার মানিক ভট্টাচার্য । শিক্ষক নিয়োগ মামলায় জেলমুক্তি। এর আগে জামিন পেয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। ‘এই আন্দোলনে কেউ বহিরাগত নয়, এই আন্দোলন সমগ্র বাংলার আন্দোলন। আমরা একটা অরাজনৈতিক লড়াই লড়ছি এখানে কোনও একটা দলের মুখপাত্র কী বলল তার উত্তর দিতে আমরা সব সময় ইচ্ছুক বোধ করি না’, মন্তব্য আন্দোলনকরী জুনিয়র ডাক্তারের। ‘অডিও ক্লিপে একজন বলেছিলেন সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য। আরেকজন বলছিলেন, অর্ডার যখন দিয়েছে, তখন উড়িয়েই দে। অডিও ক্লিপে, একজনকে বলতে শোনা যাচ্ছে, ওরা তো জীবন বাঁচায়, ওদের কি মারব? আরেকজন তখন বলেন, মাথা তো ফাটানো যেতে পারে। গতকাল নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের ফেরার সময় ধর্নাস্থলে হামলার ছক করা হয়’, অডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের। ‘এই কমিশনারের থাকার যোগ্যতা আছে ? এই কমিশনারকে মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসেছে। আমরা যুদ্ধ করতে নামিনি, যেখানে আটকাবে সেখানেই বসে পড়ব। মন্তব্য সিপিএম নেতা বিমান বসুর। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের লালবাজার অভিযান। ফের লালবাজার অভিযানে বামেরা। লালবাজার অভিযান রুখতে ফিয়ার্স লেনে পুলিশের ব্যারিকেড। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের বামেদের লালবাজার অভিযান। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে বামেরা।