কলকাতা: নবান্নে ২ ঘণ্টা জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করলেও ভেস্তে গেল বৈঠক। বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না রাজ্য সরকার (West Bengal)। সাংবাদিক বৈঠকের পর নবান্ন থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যদিও এখনও নবান্নেই অপেক্ষা করছেন জুনিয়র ডাক্তাররা।
এক শর্তেই কার্যত ভেস্তে গেল বৈঠক। স্বাস্থ্য়ভবনের বাইরে ধর্না অবস্থান থেকে বাসে চেপে নবান্নে পৌঁছলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁরা শুরু থেকে যে দাবিতে অনড় ছিলেন, অর্থাৎ বৈঠকের লাইভ স্ট্রিমিং অর্থাৎ সরাসরি সম্প্রচার করতে হবে, তাতেই অনড় থাকলেন তাঁরা। উল্টোদিকে রাজ্য় সরকারও নিজেদের অবস্থান থেকে সরল না। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে ৩২ জনকে নবান্নে আসতে দিলেও, বৈঠকের সরাসরি সম্প্রচারে রাজি হলনা।
এর আগে ২০১৯ সালে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে নবান্নে মুখ্য়মন্ত্রীর বৈঠকের সরাসরি সম্প্রচার হতে পারলে…গত ১৩ বছর ধরে একাধিক প্রশাসনিক বৈঠকের লাইভ সম্প্রচার হতে পারলে, এবার বৈঠকের লাইভের স্ট্রিমিং হতে অসুবিধা কোথায়? প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা। এদিন বিকেল পরিস্থিতিতে নবান্নের ওপরে সভাঘরে বসে রইলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সামনে সাজানো ফাঁকা চেয়ার। ওই ঘরেই উপস্থিত ছিলেন স্বাস্থ্য় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। নিচে ঠায় দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।
এদিন মুখ্যসচিব মেল করে জানান, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফেরাতে বিকেল পাঁচটায় নবান্নের কনফারেন্স হলে বৈঠক হবে। মসৃণভাবে আলোচনার জন্য শুধুমাত্র ১৫ জনকেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়।পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়, বৈঠকের লাইভ টেলিকাস্ট হবে না। কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে তা রেকর্ড করে রাখা হবে। মুখ্যমন্ত্রী দেখা করবেন বলেও জানানো হয় মুখ্যসচিবের তরফে। পাল্টা জবাবে জুনিয়র চিকিৎসকরা লেখেন, মসৃণ আলোচনার জন্য তারা ৩০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছি। অতীতে মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন বৈঠকে যেমন হয়েছে, সেভাবেই এই মিটিংয়ের লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হলে আমরা উপকৃত হব। আমরা খোলা মনে আলোচনা করতে চাই এবং চাই সেই আলোচনা যেন সাধারণ মানুষের কাছে স্বচ্ছভাবে উপস্থাপিত হয়।
এরপর নবান্নে জুনিয়র চিকিৎসকরা নবান্নে গেলেও লাইভ স্ট্রিমিং হয় টানাপোড়েন। আন্দোলনকারীদের বোঝাতে নিচে নেমে আসেন মুখ্য়সচিব, সরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি…সহ পদস্থ কর্তারা। কিন্তু শেষ অবধি ওপরে উঠে যান তাঁরা। এরপর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেন কেন সরাসরি সম্প্রচার করা যাবে না। সাংবাদিক বৈঠক শেষে নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। রাত প্রায় সোয়া আটটা অবধি নবান্নের সামনে অপেক্ষা করে, বাসে করে সেখান থেকে বেরিয়ে যান আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Junior Doctors Agitation:লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে যাবেন না জুনিয়র ডাক্তাররা, টানাপোড়েন চরমে
আরও দেখুন