কলকাতা: অবশেষে নবান্নে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তবে নিজেদের অবস্থান থেকে সরছেন না তাঁরা। ১৫ জনের বেশি জন আসা যাবে না বলে জানিয়েছিল রাজ্য। কিন্তু জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানালেন, ৩০ জনই নবান্নে যাচ্ছেন তাঁরা। ঘটনাস্থলে কী পরিস্থিতি হবে, সেদিকে তাকিয়ে সকলে। (Junior Doctors Protest)
বৃহস্পতিবার দুপুরে ফের জুনিয়র ডাক্তারদের চিঠি দেন মুখ্যসচিব। ১৫ জনকে নিয়ে নবান্নে বৈঠকে যোগ দিতে আহ্বান জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানান মুখ্য়সচিব। কিন্তু বৈঠকের সরাসরি সম্প্রচার চেয়ে যে দাবি জানিয়েছিলেন, তা মানা সম্ভব নয় বলে জানিয়ে দেন মুখ্য়সচিব। তবে ভিডিও রেকর্ডিং চলতে পারে বলে জানান। (RG Kar Case)
মুখ্যসচিবের এই চিঠি পেয়ে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। এর পর মুখ্যসচিবকে পাল্টা চিঠি দেওয়া হয়। চিঠিতে তাঁরা জানান, ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই নবান্ন যাওয়া হবে। আলোচনা হবে পাঁচ দফা দাবি নিয়েই। বৈঠকের লাইভ সম্প্রচারের দাবিতেও অনড় তাঁরা। নবান্নে পৌঁছে কী পরিস্থিতি হয়, সেই মতো পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানানো হয়েছে।
জুনিয়র ডাক্তারদের তরফে এদিমন সাংবাদিক বৈঠকে অনিকেত মাহাত বলেন, “আপনারা জানেন, মুখ্যসচিবের তরফ থেকে আমাদের আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে, তা পড়ে দেখেছি আমরা। সেই মতো নিজেদের অবস্থান জানাচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের সঙঅগে বসতে চান। কিন্তু শর্ত রেখেছেন ওঁরা। আমরা মনে করি, রাজ্য সরকারের তরফে যে সদর্থক বার্তা এসেছিল, তাকে স্বাগত জানাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। ৪.৪৫-এর মধ্যে যেতে বলেছেন। বাস রেডি করছি। অতি দ্রুত সেই উদ্দেশে বেরোব। আমদের যা বলার মেল করে দিয়েছি। আমরা অবশ্যই যাব, কিন্তু, আমাদের যা অবস্থান ছিল, তা থাকছে।”
অনিকেত জানিয়েছেন, ৩০ জনই যাবেন তাঁরা। লাইভ সম্প্রচারের দাবিতেও অনড় তাঁরা। তিনি বলেন, “আমার বলেছি, ২৬টি মেডিক্যাল কলেজের প্রতিনিধি রয়েছেন, তাই ৩০-এর কম জন যাওয়া সম্ভব নয়। লাইভ সম্প্রচার মাননীয়া মুখ্যমন্ত্রীর দেখানোই পথ। খোলা মনে আলোচনার পথ এটাই। মুখ্যমন্ত্রীর জেলাস্তরের বৈঠকও লাইভ হয়। সেক্ষেত্রে জনমত থেকে উঠে আসা দাবি নিয়ে বৈঠক লাইভ হলে আপত্তি কেন? কী লুকনোর আছে? আশাকরি রাজ্য প্রশাসন এটা বিবেচনা করে দেখবে।” জেলায় যাঁরা আন্দোলন করছে, লাইভ সম্প্রচার হলে, তাঁরাও দেখতে পারবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
আরও দেখুন