কলকাতা: সাসপেনশনের পর এবার এসএসকেএমে ‘নো এন্ট্রি’। সেমিনার রুম বিতর্কে জড়ানো অভীক দে আরও বিপাকে। চিকিৎসক ধর্ষণ-খুনের দিন সেমিনার রুমে অভীক থাকার দাবি IMA বেঙ্গলের। বিতর্কের মুখে এবার অভীক দে-র এসএসকেএমে ঢোকায় নিষেধাজ্ঞা। থ্রেট কালচারে অভিযুক্ত আরেক চিকিৎসকের ক্যাম্পাসে ঢোকাতেই নিষেধাজ্ঞা।
সিবিআইয়ের গ্রেফতারির পরে অবশেষে ঘুম ভাঙল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের! শোকজ করা হল আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিককেও। প্রবল চাপ ও সমালোচনার মুখে আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে-কে সাসপেন্ড করেছিল স্বাস্থ্যভবন। দু’দিনের মাথায় তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলও। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। সাসপেন্ড করা হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিককেও। পাশাপাশি, কেন তাঁর রেজিস্ট্রেশন বাতিল হবে না, জানতে চেয়ে CBI-এর হাতে গ্রেফতারির ৫ দিন পর, সন্দীপ ঘোষকে শো-কজ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
আরও পড়ুন, “মানুষের চেপে রাখা ক্ষোভ বেরিয়ে এসেছে”, ইস্তফার পর প্রথমবার এবিপি আনন্দে আর কী বললেন জহর সরকার
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য কৌশিক বিশ্বাস বলেন, যে ৩ জন চিকিৎসকের বিরুদ্ধে আমরা একটা সাসপেনশন করেছি যে তাঁরা অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস এবং মুস্তাফিজুর আমাদের…কমিটির সদস্য ছিলেন। তারা আপাতত রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের কোনও কর্মকাণ্ডে থাকতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত এই আর জি কর কাণ্ডের কেসের তদন্তটা সম্পূর্ণ হচ্ছে। বিভিন্ন চিকিৎসক সংগঠন থেকে যে দাবিদাওয়া গুলো উঠেছিল, রাজ্য সরকারও সাসপেনশনের পর রাজ্য মেডিক্য়ালের সিদ্ধান্ত ।
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন