NOW READING:
১০ বছর পরে ফের রাজস্থান রয়্যালস শিবিরে ফিরছেন দ্রাবিড়, হচ্ছেন স্যামসনদের হেডকোচ
September 4, 2024

১০ বছর পরে ফের রাজস্থান রয়্যালস শিবিরে ফিরছেন দ্রাবিড়, হচ্ছেন স্যামসনদের হেডকোচ

১০ বছর পরে ফের রাজস্থান রয়্যালস শিবিরে ফিরছেন দ্রাবিড়, হচ্ছেন স্যামসনদের হেডকোচ
Listen to this article



<p style="text-align: justify;"><strong>জয়পুর:</strong> আইপিএলের মঞ্চে ফিরছেন রাহুল দ্রাবিড়। আগামী মরশুমে রাজস্থান রয়্যালস শিবিরে কোচ হিসেবে দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন। <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>রা চ্যাম্পিয়ন হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান দ্রাবিড়। এরপর থেকেই বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে দ্রাবিড়কে কোচ করার প্রস্তাব দেওয়া হচ্ছে, এমন খবর শোনা গিয়েছিল। অবশেষে নিজে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> কেরিয়ারে সবচেয়ে বেশি সময় যেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন সেই দলেই কোচ হয়ে ফিরছেন দ্রাবিড়। দলের তরফে এখনও অফিশিয়ালি জানানো না হলেও ইএসপিএল ক্রিকইনফোর তরফে এই খবরের সত্যতা প্রকাশ করা হয়েছে।&nbsp;&nbsp;</p>
<p style="text-align: justify;">আগামী আইপিএল শুরু হওয়ার আগে সব দলই এই মুহূর্তে তাঁদের দল সাজাতে ব্যস্ত। রিটেনশনের অঙ্ক কষতে ব্য়স্ত সব দল। এরই মধ্যে রাজস্থান শিবির তাঁদের হেডকোচ কাকে করবে, সেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর দ্রাবিড়ের হাতে কোনও কাজ ছিল না। আবার কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছেড়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর অনেকেই মনে করেছিলেন যে হয়ত দ্রাবিড়কে নিজেদের দলের সঙ্গে যুক্ত করতে পারে <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> শিবির। ২০১২ ও ২০১৩ আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালসের কোচ ছিলেন দ্রাবিড়। এরপর ২০১৪, ২০১৫ মরশুমে দলের টিম ডিরেক্টর ও মেন্টর হিসেবে দায়িত্ব সামলান। এরপর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ২০১৭ সালে অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। ২০২১ সালে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ হন। তাঁর কোচিংয়েই ১১ বছর পর আইসিসি ট্রফি ঘরে তোলে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।&nbsp;</p>
<p class="ds-text-comfortable-l ds-my-4 ci-html-content">রাজস্থান রয়্যালস শিবিরে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে পারেন প্রাক্তন ভারতীয় ব্যাটার ও প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। ২০১৯ সালে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ভারতীয় দলে।&nbsp;</p>



Source link