প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন রুবিনা ফ্রান্সিস। শনিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল SH1 ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন রুবিনা।
মধ্যপ্রদেশের জব্বলপুরের একজন অসাধারণ প্যারা শুটার রুবিনা। ২৫ বছরের রুবিনাকে তাঁর বাব, মা পলক বলে ডাকেন।
শ্যুটিংয়ে রুবিনার প্রতিভার খোঁজ পেয়েছিল গ্লোরি শ্য়ুটিং অ্য়াকাডেমি।
জি এস কলেজ অফ কর্মাস থেকে ইকনমিক্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন রুবিনা। পড়াশুনাের পাশাপাশি শ্যুটিংকেই নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন রুবিনা।
প্যারালিম্পিক্সে পদক জয়ের পর রুবিনা বলছেন, ”আমি স্কুলে পড়ার পাশাপাশি অন্য কিছু করতে চেয়েছিলাম। গান ফর গ্লোরি একাডেমি শুটিংয়ের বিজ্ঞাপন দিতে আমার স্কুলে এসেছিল। তখনই আমি আমার বাবাকে বলেছিলাম যে শ্যুটিংয়ে আগ্রহ আছে আমার।”
ফাইনালের শুরু থেকেই সোনা জয়ের অন্য়তম দাবিদার ছিলেন রুবিনা। প্রথম তিনটি রাউন্ড শেষে শীর্ষেই ছিলেন রুবিনা। কিন্তু এরপরই ধীরে ধীরে পিছিয়ে আসতে থাকেন এই তরুণী শ্যুটার
এই ইভেন্টে সোনা জিতেছেন ইরানের সারে জাভানমারডি সোনা জিতেছেন ২৩৬.৮ স্কোর করে। দ্বিতীয় স্থানে থেকে রুপো জিতেছেন তুর্কির অ্যাসেল ওজগান। তিনি স্কোর করেছিলেন ২৩১.১ পয়েন্ট।
রুবিনার বাবা পেশায় একজন মেকানিক ছিলেন। তাঁর বাবার স্বপ্ন ছিল প্যারালিম্পিক্সের মঞ্চে মেয়ে যেন সাফল্য় পায়। বলাই বাহুল্য, রুবিনা বাবার সেই স্বপ্ন পূরণ করলেন।
টোকিও প্য়ারালিম্পিক্সে ফাইনালে সপ্তম স্থান অধিকার করেছিলেন রুবিনা। প্যারিস প্যারালিম্পিক্সে শেষ পর্যন্ত পদক ঘরে তুলল রুবিনা।
Published at : 01 Sep 2024 08:13 AM (IST)
আরও জানুন খেলার
আরও দেখুন