কলকাতা: বিধানসভায় পেশ হল ধর্ষণবিরোধী অপরাজিতা বিল। সেখানে বক্তৃতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সবাই আমার বিরোধিতা করলেও, আমি তাঁদের বিরোধী নই। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বলব, মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে, যখন দিনটি ঠিক করেছিলাম, তখনও জানতাম না। কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হয়। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে ৩ সেপ্টেম্বর ঐতিহাসিক দিন। ১৯৮১ সালে আজকের দিনেই রাষ্ট্রপুঞ্জ মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করতে, কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন সম্মেলন হয়। আজ সেই দিন।”
আজ বিধানসভায় মমতা বলেন, “যে মেয়েটি নির্যাতনের শিকার হয়েছেন, তাঁর জন্য শোকজ্ঞাপন করছি। গোটা দেশে যাঁরা ধর্ষণের শিকার হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাঁদের অত্যাচারের করুণ কাহিনী কিন্তু আপনাদের (বিরোধী) মুখে শুনলাম না। ধর্ষণের মতো নিকৃষ্ট, নৃশংস এবং নক্ক্যারজনক ঘটনার ক্ষেত্রে অত্যবন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান এবং বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদেরকঠোর আশস্তি দেওয়ার কথা বলছি আমরা। যে কোনও শুভ বুদ্ধসম্পন্ন মানুষই নিঃশর্ত ভাবে এই বিলকে সমর্থন করবেন আশা রাখি। মানবতার বিরুদ্ধে অপরাধ ধর্ষণ। যে সমাজে মেয়েরা ভাল থাকে না। সেই সমাজ ভাল থাকতে পারে না। আমি মনে করি, পরিবারের কাউকে হারিয়েছি।”
আর জি করের ঘটনা নিয়ে আজ মমতা বলেন, “মেয়েটি মারা গিয়েছে ৯ অগাস্ট। মৃতদেহ দাহ হয় রাত ২টো-আড়াইটে নাগাদ, অর্থাৎ ১০ তারিথ। ১২ তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম। যেদিন মারা যান, তাঁর বাবা-মার সঙ্গে কথা বলি। সিপি-ই ফোনে ধরিয়ে দিয়েছিলেন। বাড়িতে যখন গিয়েছিলাম, তার আগে তদন্তকারীকে দিয়ে অডিও-ভিডিও, সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছিল বাবা-মায়ের কাছে, যাতে বাইরে প্রচার না করে সবটা জানতে পারেন তাঁরা। আমি যখন পরিবারের সঙ্গে কথা বলি, পরিষ্কার বলে এসেছিলাম, আজ সোমবার, আমাকে রবিবার পর্যন্ত সময় দিন। তদন্ত করে যাঁরা যুক্ত, তাঁদের গ্রেফতার করতে না পারলে., সিবিআই-এরপ হাতে মামলা তুলে দেব। তাঁরা বলেছিলেন ঠিক আছে। ১২ ঘণ্টার সময় নিয়েছিল পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করতে। টিম গঠন করা হয়েছিল, সব খতিয়ে দেখার জব্য ফাস্টট্র্যাক কোর্টে ফাঁসির আবেদন জানাতে পুলিশকে বলেছিলাম। কিন্তু মঙ্গলবারই আদালতের অর্ডারে সিবিআই হয়ে যায়। আমরা বলছি, সিবিআই-এর থেকে বিচার চাই। আমরা প্রথম থেকেই ফাঁসি চেয়ে আসছি।”
আরও দেখুন
+ There are no comments
Add yours